#Breaking: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, শেক্সপিয়র সরণিতে গয়নার দোকানে ভয়াবহ আগুন

Bangla Editor | News18 Bangla
Updated:Feb 22, 2019 09:39 AM IST
#Breaking: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, শেক্সপিয়র সরণিতে গয়নার দোকানে ভয়াবহ আগুন
Bangla Editor | News18 Bangla
Updated:Feb 22, 2019 09:39 AM IST

#কলকাতা: শেক্সপিয়র সরণির গয়নার দোকানে আগুন। থিয়েটার রোড ও ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে গয়নার দোকানে সকাল ৮:১০ মিনিট নাগাদ কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন । প্রথমে দোকানের শাটার খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন দমকলকর্মীরা। কিন্তু ধোঁয়ার কারণে ব্যর্থ হয় চেষ্টা। মাস্ক পরেও ভিতরে ঢোকা যায়নি। এরপর স্মোক এগজস্ট পাইপের সাহায্যে ধোঁয়া বের করা হয়। তারপর কাঁচ ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ৷

First published: 09:39:25 AM Feb 22, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर