#কলকাতা: প্রশিক্ষিত কর্মীর অভাব মেটাতে এবার রাজ্যের সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো নিতে চলেছে এক বিশেষ পদক্ষেপ ৷ ১ বছরের চুক্তিতে মোট ২১৯ জন প্রশিক্ষিত কর্মীকে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ৷
বেশ কয়েক মাস ধরে দেখা গিয়েছে, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলিতে উপযুক্ত প্রশিক্ষিত কর্মীর অভাব ৷ তাই সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতর প্রশিক্ষিত কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ৷
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ২১৯ জন প্রশিক্ষিত কর্মীকে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blood Bank, Kolkata, Recruitment