#কলকাতা: ২৩ শে মার্চ লকডাউন ঘোষণা হয় গোটা দেশে। সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি সংগঠন গরীব মানুষের পাশে এসে দাঁড়ান। শুরু হয়ে যায়, চাল, ডাল, তেল নুন বিলি করা। কোনও কোনও সংগঠন আবার খিচুড়ি রান্না করে নিরন্ন মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন।
রবিবার সকালেও দক্ষিণ কলকাতায় একটি সংগঠনের তরফ থেকে চাল ডাল আলু তেল বিতরণের লম্বা লাইন পড়েছিল। সেই লাইনে দাঁড়িয়ে রিকশাওয়ালা থেকে আরম্ভ করে খেটে খাওয়া মানুষের দল। গামছা দিয়ে নাক ,মুখ ঢাকা দুই রিক্সাওয়ালা লম্বা লাইনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথোপকথন চালাচ্ছিলেন। এক রিক্সাওয়ালা শিবু (নাম পরিবর্তিত)আরেক রিক্সাওলাকে ভানুকে ( নাম পরিবর্তিত) বলছিলেন, "গতকাল রাতে অনেক দিন পর একটু ইংলিশ মদ খেয়েছি।ভানু বলে উঠলেন, "এখন বাংলার পাইটের দাম ৫০০ টাকা। কালকে বউকে চাইলাম দিল না টাকাটা। "
রাজ্যে যে চোরাই পথে মদের কালোবজারি চলছে তা ওঁদের কথাতেই পরিষ্কার। অন্য দিকে বাগমারির এক পরিচারিকা আফসোসের সুরে বলছিলেন, এখন চাল ডাল না দিয়ে যদি একটা শাড়ি দিত কেউ, তাহলে বেশ ভালো হতো। তাঁর কথায়, "সবসময়ই লোক কিছু না কিছু দিতেই আসছে। বাড়িতে ৩৫ কেজি চাল, ৫ কেজি ডাল ,১০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ চার পাঁচটি তেলের প্যাকেট জমে গেছে। জিনিসপত্র রাখার জায়গা নেই ,ঘর ছোট।এগুলো না দিয়ে ,যদি কেউ একটি কাপড় দিত, তাহলে বেশ সুবিধা হত।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus