• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ‘কালিমালিপ্ত’ প্রেসিডেন্সি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলকে কালি

‘কালিমালিপ্ত’ প্রেসিডেন্সি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলকে কালি

Photo: Presidency University

Photo: Presidency University

এ বার কালিমাকাণ্ডে নাম তুলল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলকে কালি দেওয়া হল ৷

 • Share this:

  #কলকাতা: এ বার কালিমাকাণ্ডে নাম তুলল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামের ফলকে কালি দেওয়া হল ৷ গতকাল রাতে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে খবর ৷ তবে দুষ্কৃতিদের এখনও শনাক্ত করা যায়নি ৷ এই ধরণের ঘটনাযর তীব্র নিন্দা করেছেন উপাচার্য অনুরাধা লোহিয়া ৷ বিশ্ববিদ্যালয় চত্বরে এ ধরণের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই ফলক থেকে কালি মুছে দেওয়া হয়েছে ৷ গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও ৷ অভিযোগ জানানো রয়েছে পুলিশেও ৷ ত্রিপুরায় বাম সরকারের পতনের পর লেনিন মূর্তি ভাঙার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে এই কর্মসূচী ৷ এ বার সেই তালিকায় যুক্ত হল প্রেসিডেন্সিও ৷

  First published: