#নয়াদিল্লি: অনুতাপের প্রশ্নই নেই। জয় শ্রীরাম ধ্বনিকেই তুরুপের তাস হিসেবে দেখছেন বিজেপির বহু নেতা। দিল্লি বিজেপি মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গা জানিয়ে দিলেন এবার নবান্ন অথবা কালীঘাটের ঠিকানায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি অন্তত ১ লক্ষ পোস্টকার্ড পাঠাবেন যেখানে জয় শ্রীরাম লেখা থাকবে।
তেজিন্দর ট্যুইট করে তাঁর মস্তিষ্কপ্রসূত এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বিজেপি সমর্থকদের আহ্বান জানিয়েছেন। ওই ট্যুইটে জয় শ্রীরাম লেখা একটি পোস্টকার্ডের ছবিও দিয়েছেন তিনি। সেখানে স্ট্যাম্পে লেখা মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা।
ममता दीदी को जय श्री राम से डर क्यों लगता है ? We will send 1 Lakh Post card to @mamataofficial Didi with Jai Sri Ram Messages #MamtaBanerjeeKoJaiShriRam pic.twitter.com/tymbmaDgFu
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) January 23, 2021
জয় শ্রীরাম শব্দবন্ধ নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত শনিবার বিকেলে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা মঞ্চে উঠে বক্তব্য রাখতে যাবেন, এমন সময়েই দর্শকাসন থেকে একদল বিজেপি সমর্থক জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওঠেন। অতীতে কনভয়েতে এই ধ্বনি ওঠায় মমতা মেজাজ হারিয়েছিলেন। এবার মমতা মেজাজ হারাননি তিনি। উল্টে "সরকারি অনুষ্ঠানের একটা শালীনতা থাকা উচিৎ। এটা কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়। এটা সকল মানুষের, সব রাজনৈতিক দলের সকলের অনুষ্ঠান। আমি প্রধানমন্ত্রীজি এবং সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ অনুষ্ঠানটি কলকাতায় আয়োজন করার জন্য। কিন্তু কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ করে তারপর অপমান করা উচিৎ নয়। এর প্রতিবাদে আমি আর কোনও কিছু এখানে বলব না। জয় হিন্দ, জয় বাংলা।'' রাজনৈতিক দূরত্ব থাকা সত্ত্বেও বহু বাম কংগ্রেস নেতাও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। কিন্তু বিজেপি তাঁর অবস্থানেই অনড়। তাঁদের কেউ বলছেন মস্করার তত্ত্ব, কেউ বলছেন মুখ্যমন্ত্রী অসহিষ্ণু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।