#কলকাতা: পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। ভোট ব্যাঙ্কের ওজন বাড়াতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সরকার বিরোধী উভয়পক্ষই ৷ তৃণমূলের হিন্দুত্ব তাসের পাল্টা সংখ্যালঘু শ্রেণীর মন টানতে সচেষ্ট গেরুয়া শিবির ৷
সংখ্যালঘু মানুষকেও পাশে পেতে বৃহস্পতিবার বিজেপির সংখ্যালঘু মোর্চা আয়োজন করেছিল একটি সমাবেশ মিছিলের ৷ রাজ্য বিজেপির দফতর থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলে হাজির ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায় ৷ ছিলেন সর্বভারতীয় সভাপতি আবদুল রহিম আনসারিও ৷ দলীয় সূত্রে পাওয়া হিসেব অনুযায়ী সমাবেশে প্রায় ১৫ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন ৷
রাজ্যবাসীর মন পেতে জনসংযোগকেই হাতিয়ার করছে বিজেপি ৷ একইসঙ্গে, তুলে ধরা হচ্ছে দলের উন্নয়নমূলক কাজকর্মও। নেওয়া হচ্ছে বিভিন্ন কর্মসূচী ৷ তারই অঙ্গ এই সংখ্যালঘু সমাবেশ ৷
এদিনের সংখ্যালঘু সমাবেশে অনুপস্থিত ছিলেন সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া বেশ কিছু মুখ ৷ এই মিছিলে হাজির ছিলেন না তিন তালাকের মামলাকারী ইসরত জাহান ৷
সোমবার দলের নির্দেশে বীরভূমে পুরোহিত সম্মেলনের আয়োজন করেছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ৷ সেই সভার পরই তৃণমূলের উদ্দেশ্যে হিন্দুত্ব অনুভূতি নিয়ে রাজনীতি করার অভিযোগ করে বিজেপি ৷