#কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতাদের বিরুদ্ধেও স্টিং অপারেশনের ফাঁদ পাতা হতে পারে৷ ঠিক যেভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে নারদ স্টিং অপারেশন চালানো হয়েছিল, একই কায়দায় রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধেও স্টিং অপারেশন চালানো হতে পারে বলে দলের তরফে রাজ্যে নেতাদের সতর্ক করে দেওয়া হল৷
রবিবার আইসিসিআর-এ দলের সাংগঠনিক সভায় এই সতর্কবার্তার কথা জানানো হয় রাজ্য বিজেপি নেতাদের৷ সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে এই মর্মে সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ তাতে বলা হয়েছে, রাজ্যে বিজেপি-র দায়িত্বপ্রাপ্ত বিজেপি-র তিন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে এই ধরনের স্টিং অপারেশন চালানো হতে পারে৷ ফলে বাড়তি সতর্ক হতে বলা হয়েছে কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশকে৷ এর পাশাপাশি রাজ্য বিজেপি-র অন্যান্য শীর্ষ নেতা এবং সাংসদদেরও সতর্ক করা হয়েছে৷
দলের নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে, অপরিচিত ব্যক্তিদের যেন এড়িযে চলা হয়৷ দলীয় কর্মসূচি এবং বৈঠকে হওয়া সিদ্ধান্ত নিয়েও চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করতে বলা হয়েছে৷ দলীয় বৈঠকে হওয়া সিদ্ধান্ত যাতে কাউকে ফাঁস না করা হয়, তাও বলা হয়েছে নেতাদের৷
বিজেপি নেতৃত্ব মনে করছে, নারদ স্টিং অপারেশনের প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দলকে বার বার অস্বস্তিতে ফেলার চেষ্টা হয়েছে৷ নারদ স্টিং অপারেশনে অভিযুক্ত বেশ কয়েকজন তৃণমূল নেতা অবশ্য এখন বিজেপি-তে রয়েছেন৷ ফলে সেই একই অস্ত্রে বিজেপি-কে অস্বস্তি ফেলার চেষ্টা করা হতে পারে, এমনই আশঙ্কা বিজেপি শিবিরের৷
Arnab Hazra