# কলকাতা: শিল্প সম্মেলন করবে বিজেপি। ডিসেম্বর জানুয়ারিতে কলকাতায় সম্মেলন করতে চায় বিজেপি। সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ও নেতৃত্বকে সামিল করবে বিজেপি। করোনা পরিস্থিতির ওপর নির্ভর করে সম্মেলনের চরিত্র স্থির হবে। অর্থাৎ, ভার্চুয়াল না রিয়েল কোনটা হবে তা ঠিক হবে৷
জমি অধিগ্রহনের মত স্পর্শকাতর বিষয়ে সতর্ক বিজেপি। শিল্পের স্বার্থে প্রয়োজনে জমি অধিগ্রহনের ভাবনা তবে, কৃষি জমি নয়। সরকারের ভূমিকা হবে শিল্পমুখী, প্রো অ্যাকটিভ। বললেন রাজ্য সভার সাংসদ স্বপন দাশগুপ্ত।
২১ এর আগে রাজনৈতিক বার্তা দিল বিজেপি। রাজ্য ক্ষমতায় আসছে তারাই কৌশলে এটাই বার্তা রাজ্যবাসীকে। বার্তা বেকার, যুবক যুবতীদের।কর্মসংস্থান ও শিল্প নিয়ে সদর্থক বার্তা দিয়ে ভোটে ফায়দা তোলার চেষ্টা, মনে করছে রাজনৈতিক মহল।
Arup Dutta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।