#কলকাতা: লোকসভা ভোটে বড়সড় সাফল্য পেয়েছে বিজেপি । তবে ভোটের পরেও থামছেনা তৃণমূল-বিজেপি সংঘর্ষ । লোকসভা ফল ঘোষণার পর থেকেই একে অপরের বিরুদ্ধে হিংসায় জড়িত থাকার অভিযোগ তুলেছে দুই রাজনৈতিক দল ।
তৃণমূল কর্মীদের আক্রমণ করা হচ্ছে- এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ হেনেছে তৃণমূল। একাধিক আক্রান্তের ছবি শেয়ার করে তৃণমূলের তরফে অভিযোগ-ইচ্ছাকৃতভাবে রাজ্যে হিংসা ছড়াচ্ছে বিজেপি, কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে না; কিন্তু তৃণমূল কর্মীরা হার মেনে নেবেন না। তাঁরা পশ্চিমবঙ্গকে ভালবাসেন ও তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তাঁরা।
Blood thirsty BJP brutally attacking Trinamool workers in Bengal and then giving pious sermons in Delhi pic.twitter.com/zwsPgBnU2w
— All India Trinamool Congress (@AITCofficial) May 27, 2019
Brutality unleashed by bloody thirsty BJP in Bengal. No one being spared. Terror tactics. But Trinamool workers love Bengal. They will not give in pic.twitter.com/jcCHI55UV0 — All India Trinamool Congress (@AITCofficial) May 27, 2019
প্রসঙ্গত, আজ ময়ূরেশ্বরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৩ বিজেপিকর্মী আহত হয়েছেন । তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ এনেছে বিজেপি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP Bengal, TMC, TMC Workers Attacked