#কলকাতা:ফলপ্রকাশের পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন জেলা। কখনও তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ। কখনও কর্মীদের মারধর। অভিযোগের আঙুল বিজেপির বিরুদ্ধে। কোথাও পালটা মার ও বোমাবাজিতে অভিযুক্ত শাসক দল। রবিবারও সকাল থেকে একের পর এক সংঘর্ষে জড়ান দু' দলের সমর্থকরা।
গঙ্গারামপুরে তৃণমূলের দলীয় কার্যালয় দখল করল বিজেপি। বিজেপি সমর্থকদের দাবি, এলাকায় তৃণমূলের কোনও কর্মী নেই। সকলেই বিজেপি হয়ে গেছেন। তাই তৃণমূলের পার্টি অফিস দখল। পুলিশে অভিযোগ করার নির্দেশ তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষের।
পাঁশকুড়ার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ বিজেপি্র বিরুদ্ধে। পাঁশকুড়া স্টেশন লাগোয়া ওই পার্টি অফিসে গতকাল রাতে আগুন লাগানো হয়। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই পার্টি অফিসে আগুন লাগানো হয়।
জবকার্ড চাওয়া নিয়ে সংঘর্ষে বিজেপি-তৃণমূলের। বীরভূমের কঙ্কালীতলার ঘটনা। ঘটনায় দু' পক্ষের ২ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের তালতলা গ্রামেও তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মার পালটা-মারের অভিযোগ দু' দলের সমর্থকদের মধ্যে। আহত উভয়পক্ষের ৪ জন। ঘটনায় ২ জনকে আটক করে জীবনতলা থানার পুলিশ।
বোমাবাজিতে উত্তপ্ত গোঘাটের কমলবাটী এলাকা। বিজেপির অভিযোগ, এলাকায় সন্ত্রাস তৈরি করতে বোমাবাজি করে তৃণমূল কর্মীরা। গ্রামের মানুষ একত্র হতেই এলাকা ছাড়ে তারা। তৃণমূলের পালটা অভিযোগ, কর্মীদের নামে মিথ্যে রটানো হচ্ছে। আক্রান্ত হচ্ছেন শাসকদলের কর্মীরাই। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা।
আলিপুরদুয়ারে তৃণমূল কর্মীকে দা দিয়ে কোপানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আজ সকাল ৭টা নাগাদ আলিপুরদুয়ারের ভাটিবাড়ির বাসিন্দা ওই তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভরতি করা হয় তাঁকে।
বাড়িঘর ভাঙচুর ও এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৪ বিজেপি কর্মী। ফলপ্রকাশের পর থেকেই পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেশ কয়েকটি গ্রামে হামলা চালানোর অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। শনিবার ওই চারজনকে গ্রেফতার করে খণ্ডঘোষ থানার পুলিশ। রবিবার ধৃত বিজেপি কর্মীদের বর্ধমান আদালতে তোলা হয়।