#কলকাতা: চায়ের কাপে তুফান তুলে রাজনৈতিক বার্তা নতুন নয়,দেওয়াল লিখনেও কথার লড়াইয়ের সঙ্গে বঙ্গ রাজনীতি পরিচিত৷ কিন্তু প্রাতঃভ্রমণে বেরিয়ে টি-শার্টে যুযুধান দুই শিবিরের টক্কর এই প্রথম টক্কর যুযুধান দুই দলের টি-শার্টে!
ইকো পার্কে এতদিন ছিল তৃণমূল কংগ্রেসের সমর্থকদের টি-শার্টের রমরমা। সকালে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ প্রাতঃভ্রমণে গিয়ে দেখতেন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের টি-শার্টে একটি বার্তা 'সব বেচে দে৷' বৃহস্পতিবার পদ্মফুল শিবিরের উত্তর দেওয়ার পালা ছিল। রাজ্য সভাপতি দীলিপ ঘোষের সঙ্গেই হাজির সাদা টি-শার্ট পরা বেশ কিছু সমর্থক। তাদের টি-শার্টে লেখা 'যাওয়ার আগে সব বেচে দে৷'
বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের কোনও সমর্থককে অবশ্য ইকো পার্কে দেখা যায়নি৷ শীতের সকালে আরও এক সরকারি প্রকল্পকে কটাক্ষ করতে দেখা গেল একই টি-শার্টের মাধ্যমে। বিজেপি সমর্থকদের টি শার্টে লেখা 'যমের দুয়ারে সরকার'৷ তবে বৃহস্পতিবার সকালে নতুন লেখা যে প্রতিপক্ষ রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ করেই তা স্পষ্ট করেছেন দীলিপ ঘোষ। তিনি জানান, যদি কেউ পোস্টারবাজি করে কিছু বলে, তাহলে তারও জবার দিতে পারি। বিজেপির সমর্থকদের গলায় আরও তীব্র সুর 'বেচে দে' নিয়ে। তাঁরা জানালেন, রাজ্য সভাপতি বলেছিলেন 'বেচে দে' শব্দটা তৃণমূল পছন্দ করেও অসম্পূর্ণ রেখেছে। 'যাওয়ার আগে সব বেচে দে' লিখে বিজেপি তা সম্পূর্ণ করল। এতদিন দেওয়াল লিখন থেকে রাজনৈতিক ব্যঙ্গের টক্কর রাজ্য রাজনীতির পরিচিত হলেও এবার টি-শার্ট বনাম টি-শার্টের টক্করে সরগরম ইকো পার্ক।
Sushobhan Bhattacharya