#কলকাতা: বাড়তি অক্সিজেন জুগিয়েছে রামনবমীর সাফল্য। বঙ্গ রাজনীতির জমি দখলের উদ্দেশ্যে এবার ঝাঁপাতে মরিয়া বিজেপি। লক্ষ্য পূরণে ধর্মীয় মেরুকরণই তাস গেরুয়া শিবিরের। একইসঙ্গে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করে তুলতে চায় বিজেপি। আজ, শনিবার রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই বার্তাই দেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী।
রাজ্যজুড়ে হিন্দুত্বের জিগির তোলার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেইমতো রামনবমী আয়োজনে কোমর বেঁধে নেমেছিল গেরুয়া শিবির। তাতে সাফল্য যা এসেছে, তা আরএসএস-বিজেপির প্রত্যাশাকেও ছাপিয়ে গিয়েছে। রামনবমীর সাফল্য থেকে বাড়তি অক্সিজেন নিয়েই এবার নতুন করে ঝাঁপাতে মরিয়া গেরুয়া শিবির। শনিবার কলকাতায় বিজেপি রাজ্য দফতরের বৈঠকে সেই নির্দেশই দেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্য কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী।
হাতিয়ার ধর্মীয় মেরুকরণ
- রাজ্যে রাজনৈতিক জমি দখলে ধর্মীয় মেরুকরণই হাতিয়ার গেরুয়া শিবিরের
- আইনশৃঙ্খলা ইস্যুতেও রাজ্য সরকারকে ব্যতিব্যস্ত করে তুলতে চায় বিজেপি
- নজরে অনুপ্রবেশ, জাল নোট পাচার-সহ একাধিক ইস্যু
রাজ্যে আগামীদিনে ধর্মীয় মেরুকরণই যে বিজেপির প্রধান অস্ত্র হতে চলেছে, তা বিজয়বর্গীর কথাতেই স্পষ্ট।
চলতি মাসের ২৫ তারিখ, তিন দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই প্রথম দলের সর্বভারতীয় সভাপতি এরাজ্যে একেবারে বুথ স্তরের সংগঠন ঝালিয়ে দেখবেন।