হোম /খবর /কলকাতা /
প্রাতর্ভ্রমণে গিয়ে 'আক্রান্ত' দিলীপ ঘোষ

প্রাতঃভ্রমণে গিয়ে 'আক্রান্ত' দিলীপ ঘোষ

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

বিজেপির অভিযোগ, পরিকল্পিত ভাবেই বিজেপি সভাপতির জনসংযোগ ভেস্তে দিতে এই হামলা চালিয়েছে তৃণমূল৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বুধবার মর্নিংওয়াকে বেরিয়ে নিউটাউনে নিজের আবাসনের কাছেই আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন তিনি৷ অভিযোগ, একটি চা চক্র কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েন দিলীপ ঘোষ৷ নিউটাউনের আঠারোতলা এলাকায় দিলীপের গাড়িতে হামলা চালানো হয়৷ বিজেপির অভিযোগ, পরিকল্পিত ভাবেই বিজেপি সভাপতির জনসংযোগ ভেস্তে দিতে এই হামলা চালিয়েছে তৃণমূল৷ ঘটনায় তৃণমূল নেতা মহসিন গাজি, জহিরুদ্দিন ফকির ও নেনু নাগরার বিরুদ্ধে KLC থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ দিলীপ ঘোষকে ফোন করে ঘটনার খোঁজ নিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

তৃণমূল নেতা তাপস রায়ের পাল্টা অভিযোগ, অশান্তি চেষ্টা করছে বিজেপি৷ গুন্ডাদের এক করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি৷

বিজেপির কথা অনুসারে, ঠিক কী ঘটেছিল? এ দিন মর্নিংওয়াক শেষে নিউটাউনের আঠারোতলা বাজারে একটি চা চক্র কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ৷ নিউটাউনের জোতভীম এলাকায় একটি আবাসনে থাকেন তিনি৷ বাড়ির কাছেই ওই চা চক্র ছিল৷ অভিযোগ, সেখানে দিলীপ ঘোষ পৌঁছতেই শুরু হয় অশান্তি৷ রাজ্য বিজেপি সভাপতির গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ৷ ধ্বস্তাধ্বস্তি, হাতাহাতিও হয়েছে৷

দিলীপ ঘোষের কথায়, 'বাড়ির কাছে চা খেতে যাই৷ বাজারে ঢুকতে বাধা দেয় তৃণমূলকর্মীরা৷ গাড়ি ভাঙচুর করা হয়৷ তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠরাই হামলা চালিয়েছে৷ পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল৷' প্রসঙ্গত, তাপস চট্টোপাধ্যায় হলেন বিধাননগরের ডেপুটি মেয়র৷

দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার নিন্দা করেছে বিরোধীরা৷ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীরর কথায়, 'এই হামলা স্বৈরাচারী মনোভাব৷ হামলা করে বিজেপিকে সাহায্য করছে তৃণমূল৷' ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি৷

Published by:Arindam Gupta
First published:

Tags: BJP, Dilip Ghosh, West Bengal BJP