#কলকাতা: প্রাতঃভ্রমণে বেরিয়ে আক্রান্ত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বুধবার মর্নিংওয়াকে বেরিয়ে নিউটাউনে নিজের আবাসনের কাছেই আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন তিনি৷ অভিযোগ, একটি চা চক্র কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েন দিলীপ ঘোষ৷ নিউটাউনের আঠারোতলা এলাকায় দিলীপের গাড়িতে হামলা চালানো হয়৷ বিজেপির অভিযোগ, পরিকল্পিত ভাবেই বিজেপি সভাপতির জনসংযোগ ভেস্তে দিতে এই হামলা চালিয়েছে তৃণমূল৷ ঘটনায় তৃণমূল নেতা মহসিন গাজি, জহিরুদ্দিন ফকির ও নেনু নাগরার বিরুদ্ধে KLC থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি৷ দিলীপ ঘোষকে ফোন করে ঘটনার খোঁজ নিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
তৃণমূল নেতা তাপস রায়ের পাল্টা অভিযোগ, অশান্তি চেষ্টা করছে বিজেপি৷ গুন্ডাদের এক করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি৷
বিজেপির কথা অনুসারে, ঠিক কী ঘটেছিল? এ দিন মর্নিংওয়াক শেষে নিউটাউনের আঠারোতলা বাজারে একটি চা চক্র কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন দিলীপ ঘোষ৷ নিউটাউনের জোতভীম এলাকায় একটি আবাসনে থাকেন তিনি৷ বাড়ির কাছেই ওই চা চক্র ছিল৷ অভিযোগ, সেখানে দিলীপ ঘোষ পৌঁছতেই শুরু হয় অশান্তি৷ রাজ্য বিজেপি সভাপতির গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ৷ ধ্বস্তাধ্বস্তি, হাতাহাতিও হয়েছে৷
দিলীপ ঘোষের কথায়, 'বাড়ির কাছে চা খেতে যাই৷ বাজারে ঢুকতে বাধা দেয় তৃণমূলকর্মীরা৷ গাড়ি ভাঙচুর করা হয়৷ তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠরাই হামলা চালিয়েছে৷ পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল৷' প্রসঙ্গত, তাপস চট্টোপাধ্যায় হলেন বিধাননগরের ডেপুটি মেয়র৷
দিলীপ ঘোষের উপর হামলার ঘটনার নিন্দা করেছে বিরোধীরা৷ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীরর কথায়, 'এই হামলা স্বৈরাচারী মনোভাব৷ হামলা করে বিজেপিকে সাহায্য করছে তৃণমূল৷' ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷ দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Dilip Ghosh, West Bengal BJP