#কলকাতা: বিজেপির লালবাজার অভিযান। ২৫টি পয়েন্টে থাকবে পুলিশের ব্যারিকেড। জি সি অ্যাভিনিউতে থাকবে অ্যালুমিনিয়াম ব্যারিকেড। প্রায় ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। মোতায়েন থাকবে রোবোকপ। শিয়ালদহ, এস ব্যানার্জি রোড হয়ে ওয়াই চ্যানেলে জমায়েত বিজেপি কর্মীদের। ধর্মতলা থেকে বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে লালবাজারের দিকে যাবেন তাঁরা। আরও একটি মিছিল আসবে কলেজ স্ট্রিট থেকে বিবাদি বাগ হয়ে লালবাজার। তৃতীয় মিছিলটি আসবে হাওড়া থেকে ব্রেবোর্ন রোড হয়ে টি বোর্ড হয়ে লালবাজার।
বেন্টিঙ্ক স্ট্রিটের মুখে ব্যারিকেড ৷ ব্যারিকেড টি-বোর্ড, গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে ৷ পুলিশের পাশাপাশি থাকছে র্যাফ, কমান্ডো, কুইক রেসপন্স টিম, জলকামান, রোবোকপ ৷ ডিসি, এসি মর্যাদার অফিসাররা থাকবেন ৷ ৩টি জায়গা থেকে মিছিল আসতে পারে শিয়ালদহ স্টেশন থেকে মিছিল আসবে ৷ এসএন ব্যানার্জি হয়ে ওয়াই চ্যানেলে জমায়েত ৷ বেন্টিঙ্ক স্ট্রিট ধরে লালবাজারে যাবে মিছিল ৷ কলেজ স্ট্রিট থেকেও মিছিল আসবে ৷ বিবি গাঙ্গুলি ধরে মিছিল যাবে লালবাজারে ৷ হাওড়া, ব্রেবোর্ন রোড, টি-বোর্ড দিয়েও মিছিল ৷