Home /News /kolkata /
BJP || 'কেষ্ট' গড়ে বিজেপির একাধিক রাজনৈতিক কর্মসূচি, দিনভর সভা-মিছিল 

BJP || 'কেষ্ট' গড়ে বিজেপির একাধিক রাজনৈতিক কর্মসূচি, দিনভর সভা-মিছিল 

BJP || আজ, বৃহস্পতিবার অনুব্রতর খাস তালুকে দিনভর সভা,  মিছিলের পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন প্রথম সারির পদ্মশিবিরের নেতারা।

  • Share this:

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, বীরভূম: অনুব্রত মণ্ডলের গড়ে একাধিক রাজনৈতিক কর্মসূচি গেরুয়া শিবিরের। গরু পাচার মামলায় ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। এই পরিস্থিতিতে 'অনুব্রতহীন' বীরভূমে রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে বিজেপি।

আজ, বৃহস্পতিবার অনুব্রতর খাস তালুকে দিনভর সভা,  মিছিলের পাশাপাশি সাংগঠনিক বৈঠকও করবেন প্রথম সারির পদ্মশিবিরের নেতারা। দুপুরে তারাপীঠে 'চোর ধরো জেল ভরো' কর্মসচিকে সামনে রেখে প্রতিবাদ মিছিল। নেতৃত্বে  রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ ও সাংসদ সৌমিত্র খান। বিকেলে বোলপুরে অনুব্রত মণ্ডলের দুয়ারে অনুব্রত-সহ শাসকদলের নেতা মন্ত্রীদের দুর্নীতি ইস্যুতে প্রতিবাদ মিছিল। রেল ময়দান থেকে চৌরাস্তা পর্যন্ত যে মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিছিলের পর প্রতিবাদ সভা। প্রধান বক্তা সুকান্ত মজুমদার। প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশের পাশাপাশি এদিনই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্থানীয় সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে করবেন বৈঠকও। অনুব্রতহীন' বীরভূমের কার্যত দখল নিতে মরিয়া বিজেপি। দলীয় কর্মীদের চাঙ্গা করতেই আজ একাধিক রাজনৈতিক কর্মসূচি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: অনুব্রত-আত্মীয়দের ১৭ কোটির ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত! গরুপাচারের টাকা? প্রবল চাপে কেষ্ট

আরও পড়ুন: দুর্নীতির তদন্ত চলছিল, আত্মঘাতী প্রাক্তন প্রধান শিক্ষকের 'পেনশন' প্রসঙ্গে মুখ খুললেন ব্রাত্য বসু

অনুব্রত কাণ্ডে মোড় ঘুরছে প্রতিনিয়ত৷ কত টাকার সম্পত্তি রয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের? বেনামে কত কোটি কোটি টাকা রয়েছে দাপুটে নেতার? গরুপাচার কাণ্ডের তদন্তে নেমে একদিকে যখন এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ঠিক তখনই নিজেদের সংগঠনকে মজবুত করে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে বীরভূম জেলা জুড়ে  ঘর গুছোতে উঠে পড়ে লেগেছে বঙ্গ বিজেপি। বিভিন্ন  রাজনৈতিক কর্মসূচিতে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছে, ‘খেলা হবে’। দলের মিছিলে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদেরও এই শব্দবন্ধ স্লোগান হিসাবে ব্যবহার করতে দেখা গিয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সেই অনুব্রত মণ্ডলের বীরভূমের রাজনীতির ময়দানে বিশেষ নজর দিচ্ছে গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্বের কথায়, 'কেষ্ট দাদার খেলা শেষ। এবার বাংলায় খেলা শেষ করবেন সাধারণ মানুষ।'

Published by:Rachana Majumder
First published:

Tags: Anubrata Mondal, Bengal BJP, BJP

পরবর্তী খবর