#কলকাতা: টার্গেট ২০২১ ৷ এবার বেকার যুবকযুবতীদের মন জয়ে উদ্যোগী রাজ্য বিজেপি ৷ ক্ষমতায় এলেই ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীকে চাকরি দেওয়ার দাবি করল গেরুয়া শিবির ৷ ভোট ময়দানে ঘোষণা, নির্বাচনের আগেই ‘প্রতিশ্রুতি কার্ড’ দেবে বিজেপি ৷
রবিবার বিজেপির হেস্টিংসের কার্যালয় থেকে বড় ঘোষণা বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের ৷ তিনি বলেন, ‘আগামী ২ মাসের মধ্যে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে চাকরির প্রতিশ্রুতি কার্ড পৌঁছে দেবে বিজেপি । এই বেকার যুবক-যুবতীদের তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখবে রাজ্যের গেরুয়া শিবির। নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলেই এদের উপযুক্ত চাকরিতে নিয়োগ করা হবে। বাংলার বেকারত্ব সমস্যা মোকাবিলায় বিজেপির এই পরিকল্পনা।’ মুকুল রায় দাবি করেন বাংলার এই বেকারত্ব সমস্যা বিজেপি ঘুচিয়ে দেবে ৷
রবিবারই এই সাংবাদিক সম্মেলন থেকে চাকরির রেজিস্ট্রেশন কার্ডের নথিভুক্তিকরণ শুরু হয়ে যায় ৷ মুকুল রায় বর্তমান সরকারকে নিশানা করে বলেন, ‘নামেই এখন বাংলায় শিল্প সম্মেলন হয় কিন্তু কোনও বিনিয়োগ আসে না ৷ সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া ছিল সব থেকে বড় ভুল ৷ ’ শুধু তাই নয়, এদিন ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুকুল রায় বলেন, ‘কালকের ঘটনার পর আমার মনে হয়েছে পশ্চিম বাংলায় আইনের শাসনের স্বার্থে এখনই ৩৫৬ হওয়া উচিত ৷’
ভোটের আগে বিজেপির এই ঘোষণা আসলে একুশের লক্ষ্যে প্রতিশ্রুতি বলেই দাবি রাজনৈতিক মহলের ৷ অন্যদিকে, বিরোধীদের পাল্টা আক্রমণ, দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে সরকারে এসেছিল বিজেপি ৷ গত ৬ বছরে মোদি কতজনকে চাকরি দিয়েছেন প্রশ্ন বিরোধীদের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP