• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • আজ রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা, দু'দিনের ঠাসা কর্মসূচি...

আজ রাজ্যে আসছেন বিজেপি সভাপতি জেপি নড্ডা, দু'দিনের ঠাসা কর্মসূচি...

কলকাতায় আসছেন জেপি নড্ডা।

কলকাতায় আসছেন জেপি নড্ডা।

আজ এবং আগামিকাল ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।

 • Share this:

  #কলকাতা: আজ কলকাতায় পা রাখছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। বিজেপি সূত্রে খবর, দুপুর ১২টা নাগাদ দমদম বিমানবন্দরে নামবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আজ এবং আগামিকাল ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।

  বিজেপি জানাচ্ছে, আজ দুপুর ১টায় হেস্টিংসে নতুন রাজ্য নির্বাচনী কার্যালয় উদ্বোধন করবেন নড্ডা। এরপরেই তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন ৯টি জেলা কার্যালয়। দুপুর তিনটেয় ভবানীপুরে আর নয় অন্যায় কর্মসূচিতে যোগদান করতে দেখা যাবে নড্ডাকে। বিকেল ৪.৩৫ মিনিট নাগাদ কালীঘাটে পুজো দেওয়ার কথা রয়েছে নড্ডার। সন্ধেয় আইসিসিআরে সাংগঠনিক বৈঠক করবেন নড্ডা। গত সফরে যে সব জেলার সঙ্গে কথা বলতে পারেননি তিনি, সেই জেলার প্রতিনিধিদেরই এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে।

  আগামিকালও নড্ডাকে সামনে রেখে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে বিজেপির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ডহারবারে যাওয়ার কথা রয়েছে জেপি নড্ডার।

  নড্ডার কলকাতা আসার কথা ছিল ৮ ডিসেম্বর। রাতারাতি সেই সফর একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। মনে করা হচ্ছে কৃষক বনধের প্রভাবে সফর ভেস্তে যেতে পারে ভেবেই সফর একটু পিছিয়ে দিয়েছেন তিনি।

  Published by:Arka Deb
  First published: