হোম /খবর /কলকাতা /
দুর্গার পূর্বপুরুষ নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের, দিল্লির অসুরদের বধ করবেন মা-তৃণমূল

দেবী দুর্গার পূর্বপুরুষ নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ, তৃণমূল সাংসদের হুঁশিয়ারি দিল্লির অসুদের বধ করবেন মা দুর্গা

Photo- File

Photo- File

দিল্লির বিজেপি নেতাদের মহিষাসূরের সঙ্গে তুলনা করে তাঁদের মা দুর্গা বধ করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি সরগরম৷ এবার দিলীপ ঘোষের দেবী দুর্গাকে নিয়ে মন্তব্য ঘিরে পরিস্থিতি সরগরম৷ একটি সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন , ‘ভগবান শ্রীরাম একজন সম্রাট৷ তিনি একজন অবতার৷  আমরা তাঁর পূর্ব পুরুষদের নামও জানি৷ তাঁকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়৷ আমরা কী দেবী দুর্গার পূর্বপুরুষদের নাম জানি? তাই তিনি আদর্শ পুরুষ, তিনি মর্যাদা পুরুষোত্তম৷ ’

 দিলীপ ঘোষের এই মন্তব্যকে একহাত নিয়ে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাফ অভিযোগের তির , ‘এঁদের কাছে মা দুর্গার কোনও মূল্য নেই৷ এঁদের মনে রাখা উচিত প্রভু রাম মা দুর্গা পুজো নিজে করেছিলেন এবং দেবী দুর্গার কাছে নিজের চোখ দিতে চেয়েছিলেন৷’এঁরা মহিলাদের সম্মান দেন না৷ ওঁরা জয় শ্রী রাম বলেন আমি চ্যালেঞ্জ করছি ওঁদের জয় সিয়ারাম বলতে৷ অর্থাৎ প্রথমে সীতা পরে রাম৷ ’

দক্ষিণ চব্বিশ পরগণায় একটি জনসভায় বক্তৃতা দানের সময় তিনি বলেন পশ্চিমবঙ্গে কন্যাসন্তানদের মা বলা হয়৷ তিনি বলেছেন দেবী দুর্গার নাকি কোনও বংশ পরিচয় জানা নেই৷ এরপর তিনি জিজ্ঞাসা করেন মা দুর্গাকে আপনারা কে না চেনেন? কীভাবে তিনি মহিষাসূরকে বধ করেছিলেন৷

দিল্লির বিজেপি নেতাদের মহিষাসূরের সঙ্গে তুলনা করে তাঁদের মা দুর্গা বধ করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি৷

Published by:Debalina Datta
First published:

Tags: Abhishek Banerjee, BJP, Dilip Ghosh, TMC