হোম /খবর /কলকাতা /
মেলেনি শুনানির অনুমতি, সুপ্রিম কোর্টেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশা কমছে বিজেপি-র

KMC Elections 2021: মেলেনি শুনানির অনুমতি, সুপ্রিম কোর্টেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশা কমছে বিজেপি-র

পুরভোটে বিপর্যয় নামল গেরুয়া শিবিরে৷ ফাইল ছবি৷ফাইল ছবি৷

পুরভোটে বিপর্যয় নামল গেরুয়া শিবিরে৷ ফাইল ছবি৷ফাইল ছবি৷

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পরই তড়িঘড়ি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন বা এসএলপি দায়ের করেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব (KMC Elections 2021)৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে গিয়েও পুরভোটে (KMC Elections 2021) কেন্দ্রীয় বাহিনী (Central force in KMC Elections 2021) মোতায়েনের অনুমতি মেলেনি৷ কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব৷ কিন্তু গতিপ্রকৃতি য়ে দিকে এগোচ্ছে, তাতে সুপ্রিম কোর্টেও বিজেপি-র আবেদন ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কমছে৷

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হওয়ার পরই তড়িঘড়ি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন বা এসএলপি দায়ের করেছিল রাজ্য বিজেপি নেতৃত্ব৷ মামলা দায়েরের অনুমতিও দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সচিবালয়৷ সেই মতো সু্প্রিম কোর্টের রেজিস্ট্রি অফিসে মামলা নথিভুক্ত করা হয়৷

আরও পড়ুন: প্রার্থী খুঁজতে আগে ভাগে ড্রপ বক্স, দলীয় কোন্দল এড়াতে বাঁকুড়ায় সিদ্ধান্ত বিজেপি-র

যদিও আজ বিকেল পাঁচটা পর্যন্ত সেই মামলার শুনানি শুরু করার জন্য প্রধান বিচারপতির সচিবালয় থেকে অনুমতি মেলেনি৷ কারণ শনিবার হওয়ায় একমাত্র প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি হওয়ার কথা৷ যদিও সন্ধে পর্যন্ত মামলার অনুমতি না মেলায় ধীরে ধীরে আশা কমছে বিজেপি শিবিরে৷

আরও পড়ুন: ভোট গ্রহণ পর্ব না মেটা পর্যন্ত সতর্ক থাকুন, প্রার্থীদের কেন এই বার্তা তৃণমূলে? কীসের সতর্কতা?

রবিবার সকালে কলকাতায় পুরসভা নির্বাচন৷ ফলেও রাতেও শুনানি হলে এবং বিজেপি-র আবেদন মেনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুমতি মিললেও বারো ঘণ্টার মধ্যে নির্দেশ কার্যকর করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় বাড়ছে৷

ফলে কলকাতা পুরভোটে এ যাত্রায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আশা ক্রমেই কমছে বলে মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ যদিও বিজেপি-র আইনজীবীরা রাত পর্যন্ত অপেক্ষা করতে চান৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: KMC Elections 2021, Kolkata Municipal Corporation Elections 2021