হোম /খবর /কলকাতা /
‘জলকামানে রাসায়নিক রং ব্যবহার করেছে পুলিশ’, অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তের দাবি

‘জলকামানে রাসায়নিক রং ব্যবহার করেছে পুলিশ’, অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তের দাবি তেজস্বী সূর্যর

জলকামানে ব্যবহার হওযা রঙিন জল নিয়ে প্রশ্ন তুলল বিজেপি | সেখান থেকে ছোঁড়া রঙিন জলের ঘায়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিজেপি নবান্ন অভিযানে পুলিশের জলকামানের রঙিন জল নিয়ে মারাত্মক অভিযোগ তুলল গেরুয়া শিবির ৷ রাসায়নিক মেশানো রঙিন তরল ছুড়ে মেরেছে পুলিশ, অভিযোগ দক্ষিণের তরুণ বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের ৷ এই নিয়ে কেন্দ্রের কাছে তদন্তের দাবি জানাবেন বলেও জানান বিজেপি সাংসদ ৷

নবান্ন অভিযানের শেষে সাংবাদিক সম্মেলনে পুলিশ কর্মীদের উপর একের পর এক ক্ষোভ উগরে দিলেন তেজস্বী সূর্য ৷ তিনি বলেন, ‘মমতার হাতের পুতুলে পরিণত পুলিশ৷ গণতান্ত্রিক আন্দোলনে লাঠি চালায় পুলিশ ৷ জলকামানে নীল রঙের তরল ব্যবহার করা হয়েছে ৷ এভাবে কোথাও জলকামানে রং ব্যবহার হয় না ৷ নীল রঙের তরল ব্যবহার নিয়ে কেন্দ্রের কাছে তদন্তের দাবি জানাচ্ছি ৷’

বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে ৷ বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ ৷ বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বিজেপিকর্মীরা ৷ সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ৷ ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করতেই বিজেপিকর্মীদের সঙ্গে প্রবল ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি হয় পুলিশের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় জলকামানও ৷ সেখান থেকে ছোঁড়া রঙিন জলের ঘায়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

উল্লেখ্য, বাংলায় এই প্রথম কোনও বিক্ষোভ পরিস্থিতি সামলাতে রঙিন জলের ব্যবহার করেছে পুলিশ ৷ এর আগে গরম অথবা ঠান্ডা জল স্প্রে করে বিক্ষোভকারীদের হটানোর কৌশল নিতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের ৷ তবে এর আগে দিল্লিতে রঙিন জল ছেটাতে দেখা গিয়েছে ৷

Published by:Elina Datta
First published:

Tags: BJP