#কলকাতা: বিজেপি নবান্ন অভিযানে পুলিশের জলকামানের রঙিন জল নিয়ে মারাত্মক অভিযোগ তুলল গেরুয়া শিবির ৷ রাসায়নিক মেশানো রঙিন তরল ছুড়ে মেরেছে পুলিশ, অভিযোগ দক্ষিণের তরুণ বিজেপি সাংসদ তেজস্বী সূর্যের ৷ এই নিয়ে কেন্দ্রের কাছে তদন্তের দাবি জানাবেন বলেও জানান বিজেপি সাংসদ ৷
নবান্ন অভিযানের শেষে সাংবাদিক সম্মেলনে পুলিশ কর্মীদের উপর একের পর এক ক্ষোভ উগরে দিলেন তেজস্বী সূর্য ৷ তিনি বলেন, ‘মমতার হাতের পুতুলে পরিণত পুলিশ৷ গণতান্ত্রিক আন্দোলনে লাঠি চালায় পুলিশ ৷ জলকামানে নীল রঙের তরল ব্যবহার করা হয়েছে ৷ এভাবে কোথাও জলকামানে রং ব্যবহার হয় না ৷ নীল রঙের তরল ব্যবহার নিয়ে কেন্দ্রের কাছে তদন্তের দাবি জানাচ্ছি ৷’
বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে ৷ বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ ৷ বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বিজেপিকর্মীরা ৷ সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ ৷ ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করতেই বিজেপিকর্মীদের সঙ্গে প্রবল ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি হয় পুলিশের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় জলকামানও ৷ সেখান থেকে ছোঁড়া রঙিন জলের ঘায়ে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
উল্লেখ্য, বাংলায় এই প্রথম কোনও বিক্ষোভ পরিস্থিতি সামলাতে রঙিন জলের ব্যবহার করেছে পুলিশ ৷ এর আগে গরম অথবা ঠান্ডা জল স্প্রে করে বিক্ষোভকারীদের হটানোর কৌশল নিতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের ৷ তবে এর আগে দিল্লিতে রঙিন জল ছেটাতে দেখা গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP