#কলকাতা: রাষ্ট্রপতি শাসনের পর এবার সরকার পড়ে যাওয়ার দাবি ৷ বিজেপি নেতা সাংসদদের মুখে এখন নয়া দাবি, ডিসেম্বরেরই তৃণমূল সরকার সংখ্যালঘু হয়ে পড়বে ৷ একসুরে ৭ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সরকার পড়ে যাওয়ার দাবি তুললেন বিজেপি নেতা সায়ন্তন বসু ও সৌমিত্র খাঁ ৷
টার্গেট ২০২১, তৃণমূল সরকারকে আক্রমণের তীব্রতা ক্রমশই বাড়ছে বিজেপির তরফে ৷ তৃণমূলের বিধায়ক শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ত্যাগের পর থেকেই তৃণমূল সরকারের জন্য ‘গেল গেল’ রব তুলেছে রাজ্যের গেরুয়া শিবির ৷ বিজেপির বিশ্বাস, নন্দীগ্রামের বিধায়কের দলত্যাগ শুধু সময়ের অপেক্ষা ৷ তাদের দাবি, শুভেন্দুর সঙ্গে সঙ্গে আরও বিধায়ক-নেতা কর্মীরা ঝাঁকে ঝাঁকে তৃণমূল ছেড়ে যোগ দেবেন বিজেপিতে ৷ কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। তৃণমূলের একের পর এক নেতা বেসুরো। শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে জল্পনা আরও বাড়িয়েছেন। বিজেপি কটাক্ষ করে বলছে, তৃণমূলে মুষল পর্ব চলছে। পরিস্থিতি না কি এমনই, যে সরকার পড়ে যাবে। সংখ্যালঘু অস্থিত্বহীন হয়ে পড়বে জোড়াফুল সরকার ৷
আরও এক ধাপ এগিয়ে সোমবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দাবি করলেন, তৃণমূলের এখন যা অবস্থা যে কোনওদিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলবেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ সৌমিত্রের হুমকি, '১৫ ডিসেন্বরের মধ্যেই ভেঙে দেব তৃণমূলকে ৷' বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির দাবি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে একমাস পরে তৃণমূল বলে কোনও দল থাকবে না।অনেক বিধায়ক মন্ত্রী বিজেপির দিকে পা বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। বিষ্ণুপুরের সাংসদ বলেন, 'সময় আসছে তৃণমূল নেত্রীকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেখাতে ছুটতে হবে রাজ ভবনে। যেভাবে দল ছেড়ে বেরোচ্ছেন বিধায়করা তাতে আস্থা প্রমাণে ব্যর্থ হয়ে ধসে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার ৷ ১৪৯ বিধায়কের সমর্থন দেখানোও তাদের পক্ষে সম্ভব হবে না ৷'
সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি তুলেছেন সায়ন্তন বসুও ৷ তিনি বলেন, ৭ ডিসেম্বরের মধ্যে সংখ্যালঘু হয়ে পড়বে ঘাসফুল সরকার ৷ গতকাল অর্থাৎ রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ৷ বলেন, ‘ডিসেম্বর মাসটা তৃণমূলের জন্য খুব গুরুত্বপূর্ণ ৷ বছর শেষটা মোটেও ভাল যাচ্ছে না ৷ কাউকে বহিষ্কার করারও শক্তি নেই ৷ কিছু করতে গেলেই পার্টি একেবারে টুকরো টুকরো হয়ে ফাঁকা হয়ে যাবে ৷’বাতাসে শীতের আমেজ, কিন্তু টেক্কা দিয়ে বাড়ছে রাজনীতির পারদ ৷ তৃণমূলকে চাপে ফেলতে কোনও চেষ্টাই বাদ দিচ্ছে না গেরুয়া শিবির ৷ অন্যদিকে, ঘর সামলাতে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল ৷ শুভেন্দুর মন্ত্রীত্ব ত্যাগকে নিশানা করে আক্রমণের ধার বাড়াচ্ছে রাজ্য বিজেপি ৷