corona virus btn
corona virus btn
Loading

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি, সমবায় ব্যাঙ্কে টাকা তছরূপের অভিযোগ

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি, সমবায় ব্যাঙ্কে টাকা তছরূপের অভিযোগ
অর্জুন সিং

এ দিন বেলা ১টা নাগাদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল৷ সঙ্গে ছিলেন কমিশনারেটের বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারও৷

  • Share this:

#ব্যারাকপুর: ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাঙ্কে আর্থিক তছরূপের অভিযোগে বুধবার ফের তল্লাশি চালানো হল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে৷ অর্জুন সিং ছাড়াও তল্লাশি চালানো হয় অর্জুনের দুই আত্মীয় সঞ্জিত সিং এবং সঞ্জিতের ভাই গুড্ডু সিংয়ের বাড়িতেও৷

এ দিন বেলা ১টা নাগাদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে হানা দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি দল৷ সঙ্গে ছিলেন কমিশনারেটের বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারও৷ পুলিশ জানায়, তাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে৷ হাইকোর্টের নির্দেশেই এই তল্লাশি চালানো হচ্ছে৷ যদিও বিজেপি সাংসদের বক্তব্য, কোনও রকম কাগজপত্র না দেখিয়ে পুলিশ তালা ভেঙে বাড়িতে ঢোকে৷ অর্জুনের বাড়িতে তল্লাশির সময়ে বিজেপি সাংসদের আইনজীবীরা উপস্থিত ছিলেন৷

ভাটপাড়া নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগে অর্জুন সিং ও তাঁর আত্মীয়ের বাড়িতে এর আগেও হানা দিয়েছে পুলিশ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত অর্জুনের ভাইপো পাপ্পু সিংকে আগেই গ্রেফতার করেছে পুলিশ।

Published by: Arindam Gupta
First published: August 19, 2020, 5:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर