#কলকাতা: পশ্চিমবঙ্গের শেষ বিধানসভা ভোটে তিনি ছিলেন বিজেপির স্টার ক্যাম্পেনার। কিন্তু সেই সময়ের পর থেকে সেভাবে সক্রিয় রাজনীতিতে নেই তিনি। এবার কি ফের মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে বঙ্গ রাজনীতিতে সক্রিয় ভূমিকায়? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সেই গুঞ্জন এবার আরও বাড়িয়ে দিলেন খোদ 'মহাগুরু'ই। এদিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ''শরীর খারাপ থাকায় এতদিন আসতে পারিনি। রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। কিন্তু যা খবর পেয়েছি, ভোটের পর যে অশান্তি হয়েছে, খুবই দুঃখজনক তা।''
আর এরই মধ্যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে প্রবল গুঞ্জন বিজেপির অন্দরে। রাজ্যসভায় মিঠুন চক্রবর্তীকে সাংসদ করে বাংলায় বিজেপির সংগঠনকে সক্রিয় করার পরিকল্পনা বিজেপির? রাজ্যসভায় রুপা গঙ্গোপাধ্যায়ের জায়গায় মিঠুন? এমনই জল্পনা চলছে গেরুয়া শিবিরের অন্দরে। সম্প্রতি, রুপা গঙ্গোপাধ্যায় ও স্বপন দাশগুপ্তের রাজ্যসভা পদের মেয়াদ শেষ হয়েছে। সামনেই উপ রাষ্ট্রপতি নির্বাচন। সেই ভোটে রাজ্যসভার সাংসদরা ভোট দেবেন। কেন্দ্র চায় উপ রাষ্টপতি নির্বাচনের আগেই রাজ্যসভায় বিজেপির শূন্যপদ পূরণ করতে।
আরও পড়ুন: ফের বিজেপির হয়ে মাঠে মিঠুন চক্রবর্তী! 'খুব খুশি মহাগুরু', কারণেই লুকিয়ে বড় চমক
উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির কাছে ২ টি ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, বাংলা থেকে খালি হওয়া এই দুটি আসনে প্রার্থী বাংলারই হবে। রাজ্য নেতৃত্বকে এমনই আশ্বাস দিয়েছে কেন্দ্র। এরপরেই, দিল্লির নির্দেশে কলকাতায় আসেন মিঠুন চক্রবর্তী। আজ রাজ্য দফতরে এসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন মিঠুন। আগামী দিনে মিঠুনকে কীভাবে রাজ্য বিজেপির জন্য সক্রিয় ভাবে ব্যবহার করা হবে, তা নিয়েই প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: পদ্মা সেতুতে বিভোর? ভারতের এই দীর্ঘতম সেতু ধারেভারে অনেক এগিয়ে! জানলে চমকে উঠবেন!
মুরলীধর সেন লেনে এদিন মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন রাহুল সিনহা, রুদ্রনীল ঘোষের মতো নেতারা। এবার যে তিনি পুরোদমে বিজেপির হয়ে মাঠে নামবেন, তা বোঝাতেই তিনি বলেন, ''দল আমাকে যে কাজ দিয়েছে, সেই কাজ আমি করে যাব।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Mithun Chakraborty