হোম /খবর /কলকাতা /
কোনও সমস্যা হচ্ছে না তো! এবার পাড়ায় পাড়ায় সমস্যা শুনবেন বিজেপি নেতারা

BJP: কোনও সমস্যা হচ্ছে না তো! এবার পাড়ায় পাড়ায় সমস্যা শুনবেন বিজেপি নেতারা

পাড়ায় পাড়ায় সমস্যা শুনবেন বিজেপি নেতারা

পাড়ায় পাড়ায় সমস্যা শুনবেন বিজেপি নেতারা

BJP: আগামীকাল থেকেই রাজ্যের সাংসদদের নয়া জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে।

  • Share this:

কলকাতা: সামনেই পঞ্চায়েত নির্বাচন আর বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের জন্য এখন থেকে কোমর বেধে নেমেছে পড়েছে বঙ্গ বিজেপি শিবির। নেওয়া হচ্ছে একের পর এক কর্মসূচি। আগামীকাল থেকেই রাজ্যের সাংসদদের নয়া জনসংযোগ কর্মসূচি শুরু হচ্ছে।

পঞ্চায়েত এবং লোকসভা ভোটকে পাখির চোখ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দিয়ে শুরু হচ্ছে নয়া কর্মসূচি। আগামীকাল নিজের লোকসভা কেন্দ্রে 'পাড়ায় সুকান্ত' কর্মসূচির সূচনায় থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ধীরে ধীরে রাজ্যের অন্যান্য সাংসদরাও নিজেদের সুবিধা মতো এই কর্মসূচি পালন করবেন বলে বিজেপি সূত্রের খবর। মানুষের অভাব অভিযোগ, প্রাপ্তি অপ্রাপ্তি সহ নানা বিষয়ে খোঁজখবর নেওয়া এবং মানুষের পাশে থাকতেই নিয়ম করে এবার পালন করা হবে এই জনসংযোগ কর্মসূচি।

আরও পড়ুন,  টাকা দিয়ে বাম বিধায়ক কিনেছিলেন, সাগরদিঘির সভা থেকে এ কী বললেন শুভেন্দু!

আরও পড়ুন,  নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রসঙ্গে সুর চড়াল বিজেপি

একদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি। আর অন্যদিকে লোকসভা ভোটের প্রস্তুতিও একইসঙ্গে সারতে চায় গেরুয়া শিবির। ২৪শে নিজেদের জেতা আসন গুলি ধরে রাখার পাশাপাশি সেই আসন আরও বাড়ানোই এখন বিজেপির টার্গেট। আর কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সেই লক্ষ্যেই নানান রণকৌশল নিচ্ছে পদ্ম শিবির।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: BJP