#কলকাতা: আজ বাংলার রাজনীতিতে একটা কালো দিন ৷ সকলের সামনে দিনের আলোয় বাংলার গণতন্ত্রকে হত্যা করল তৃণমূল ৷ এই ভাষাতেই শাসক দলের উদ্দেশে আক্রমণ শানালেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি এবং দক্ষিণের তরুণ বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ৷
বিজেপির নবান্ন অভিযানের পর সাংবাদিক বৈঠকে যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি প্রশ্ন তোলেন, ‘এটা কি গণতন্ত্র? রাজনৈতিক বিক্ষোভের অধিকার নেই? গতকাল রাত থেকে শহরের বিভিন্ন এলাকায় বাস আটকে দেওয়া হয়। গোটা হাওড়া ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছিল। দু-তিন জায়গায় লাঠিচার্জ হয়েছে। আমাদের ৫০০ কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে ৷’
এখানেই শেষ নয়, সাংবাদিক সম্মেলন থেকে শাসক দলকে তীব্র আক্রমণ করে তেজস্বী বলেন, ‘সারা দেশে বাংলায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার ৷ যুবমোর্চাকে ভয় পাচ্ছেন মমতা ৷ ভয়ে নবান্ন বন্ধ করেছেন মমতা ৷ বাংলার গণতন্ত্রকে রক্ষা করতে হবে ৷ এটা, রাজ্যে বদল না আসা পর্যন্ত আন্দোলন হবে ৷ এটা রাজনৈতিক দলের নয়, জন-আন্দোলন ৷ বাংলায় অন্ধকার কেটে সূর্য উঠবে| বাংলায় শুধু সিন্ডিকেট, কাটমানি, সেজন্য বাংলায় বেকারত্ব বেড়েছে ৷ প্রতিবাদ করলে বিজেপি কর্মীরা খুন হচ্ছেন ৷ ১২০ জনের বেশি বিজেপি কর্মীকে খুন করা হয়েছে।'
এদিন পুলিশ প্রশাসনেরও ভূমিকার তীব্র সমালোচনা করেন তেজস্বী ৷ বলেন, ‘মমতার হাতের পুতুলে পরিণত পুলিশ ৷ গণতান্ত্রিক আন্দোলনে লাঠি চালায় পুলিশ ৷ বাংলার পুলিশ আজ বর্বরোচিত আচরণ করেছে ৷ ৫০০-র বেশি বিজেপি কর্মী গ্রেফতার ৷ বিজেপির বাস আটকায় পুলিশ ৷’ একইসঙ্গে জলকামানে রঙিন জল আসলে কি তা নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির ৷ এই ইস্যুতে কেন্দ্রীয় তদন্তের দাবি করেছেন তেজস্বী সূর্য ৷