হোম /খবর /কলকাতা /
নন্দীগ্রামে মহাযুদ্ধ, মমতার মুখোমুখি শুভেন্দুই! ঘোষণা দিল্লি থেকে

নন্দীগ্রামে মহাযুদ্ধ, মমতার মুখোমুখি শুভেন্দুই! ঘোষণা দিল্লি থেকে

নন্দীগ্রাম ভোটের ফল নিয়ে হাইকোর্টে যুদ্ধ শুরু।

নন্দীগ্রাম ভোটের ফল নিয়ে হাইকোর্টে যুদ্ধ শুরু।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রামই এবার মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে চলেছে।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: আর কোনও জল্পনা নয়। শনিবার বিকেলেই আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল, নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ, নন্দীগ্রামে লড়াই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই হতে চলেছে শুভেন্দুর। আসন্ন বিধানসভা নির্বাচনে স্বাভাবিক কারণেই নন্দীগ্রাম হয়ে উঠল সবচেয়ে হটসিট। রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রামই এবার মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে চলেছে। যদিও নাম ঘোষণা হওয়ার আগেই নন্দীগ্রামে শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এদিন নন্দীগ্রামে মিছিলও করেন শুভেন্দু। সেখান থেকে স্বয়ং মমতাকেই 'বহিরাগত' আক্রমণ শানান তিনি।

গত ১৮ জানুয়ারি তেখালির মাঠে দাঁড়িয়ে মমতা নন্দীগ্রামকে 'মেজো বোন' বলে সম্বোধন করে সেখান থেকেই ভোটে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। ঠিক সেদিনই শুভেন্দু দাবি করেছিলেন, 'আমাকে দল দাঁড়াতে বললে আমি তৃণমূল নেত্রীকে হারাব। আর অন্য় কেউ দাঁড়ালেও মাননীয়াকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারাব।' বিজেপি সূত্রের একাংশের দাবি, একদম শুরুর দিকে নিজেই নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন না শুভেন্দু। কিন্তু সেক্ষেত্রে 'ভয় পেয়েছে' বলে পালটা আক্রমণের হাতিয়ার পেয়ে যেত শাসক দল তৃণমূল। তাই দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশেই নন্দীগ্রামকেই নিজের জন্য় বেছে নিতে হচ্ছে শুভেন্দুকে। যদিও পরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো সদ্য বিজেপিতে যাওয়া নেতার দাবি, শুভেন্দু নিজেই নন্দীগ্রামে দাঁড়ানোর জন্য দলীয় নেতৃত্বকে বলেছেন।

বিজেপি সূত্রে অপর একটি অংশের দাবি, দলের কোর কমিটির বৈঠকে নিজেই নন্দীগ্রামে প্রার্থী হতে চেয়ে অনুরোধ করেছিলেন শুভেন্দু। তাঁকে সমর্থন জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে রিপোর্ট পৌঁছেছে, তাতেও তৃণমূল নেত্রীকে হারানোর বিষয়ে আশাবাদী বিজেপি। তাই শুভেন্দুকেই নন্দীগ্রামে গেরুয়া প্রার্থী হিসেবে বেছে নিল বিজেপি। আর সেই কারণেই প্রার্থীতালিকা প্রকাশের আগেই শুভেন্দুর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল নন্দীগ্রামজুড়ে।

যদিও এদিনও শুভেন্দু তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বলেছেন, 'এখানকার তৃণমূল প্রার্থী তো বহিরাগত। পাঁচ বছর পরপর ভোট চাইতে আসেন। আর আসেন না। উনি তো নিজের বুথেই হেরেছেন। আমি কখনও বুথ স্তরে হারিনি। তোলাবাজের পার্টির প্রধান নেত্রীকে বলে-বলে হারাব।' এতদিন শুভেন্দু বলতেন, অন্য় কেউ দাঁড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারাবেন। এবার সেই দায়িত্ব তাঁর উপরই আনুষ্ঠানিকভাবে তুলে দিল বিজেপি।

Published by:Suman Biswas
First published:

Tags: West Bengal Assembly Election 2021