#কলকাতা: কসবা টিকা কাণ্ডে তৃণমূল নেতারা সরাসরি জড়িত। তাই এই বিষয়ে সিবিআই তদন্ত দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। ফেক ভ্যাকসিন চক্রের বিষয়টি সামনে আসতেই এদিন কলকাতায় বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে ছিলেন সায়ন্তন বসু, বিধায়ক তথা মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালরা। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এরপরই কলকাতা পুলিশের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিয়েছেন সায়ন্তন।
এদিন তিনি বলেন, 'দু-একদিনের মধ্যেই বিক্ষোভের তারিখ জানিয়ে দেব। যতদিন লকডাউন চলবে, ততদিন উপনির্বাচন হবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন। আপনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না।' এরপরই সংযোজন, 'আমাদের আটাকানো যাবে না। সামনের মাসেই এক লক্ষ মানুষ নিয়ে লালবাজার ঘেরাও করব। দেখি কত ক্ষমতা, আটকে দেখান।'
প্রসঙ্গত, সায়ন্তন এদিন অভিযোগ করেছেন, জাল ভ্যাকসিন নিয়ে যদি কেউ মারা যেত, তাহলে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের নামে দোষ দিত। বলা হত মোদি সরকার ভুয়ো ভ্যাকসিন পাঠিয়েছে আর তাতেই মৃত্যু হয়েছে। ভুয়ো টিকা কাণ্ডে তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত। অপরদিকে, এদিন সাংসদ সুভাষ সরকার, বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে স্বাস্থ্যভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, 'এটা বিরাট বড় ষড়যন্ত্র। বড় কোন এজেন্সিকে দিয়েই এর তদন্ত করাতে হবে। সিবিআই সাংবিধানিক সংস্থা। সিবিআই যোগ্য এই তদন্তের জন্য। জাল টিকা নিয়ে এখনও কেউ মারা যাননি। কিন্তু যদি এমনটা হত, তখন বলা হত, মোদিজি যে ভ্যাকসিন পাঠিয়েছেন, তা থেকেই এমন হয়েছে। আমাদের মনে হয়, এটা বড় ষড়যন্ত্র। তাই তদন্ত করতেই হবে।' একইসঙ্গে শাসক দলের নেতানেত্রীদের এই বিষয়ে জড়িয়ে থাকার অভিযোগও তুলেছেন তিনি।
কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবঞ্জন দেবকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে। দেবাঞ্জন নিজের ভুয়ো আইএএস পরিচয় দিয়ে কলকাতা পুরসভার নকল নিয়োগ পত্র দেওয়া থেকে শুরু করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। হলগ্রাম পর্যন্ত চুরি করেছিল সে। একাধিক নেতা মন্ত্রীর সঙ্গে ছবি রয়েছে দেবাঞ্জনের। এরই প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা। পুলিশ তাঁদের প্রতিবাদ মিছিল আটকালে সেখানেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। এরপরই লালবাজার ঘেরাও করার হুঁশিয়ারি দেন সায়ন্তন বসু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।