"উত্তরবঙ্গে নির্বাচনের আগে যে পরিবেশ ছিল, কাল সেটাই আবার দেখা গেছে। দক্ষিণবঙ্গে অত্যাচার অনেক বেশি হয়েছে। উত্তরবঙ্গের মানুষ আগেও এর বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা গোটা বাংলার সার্বিক উন্নয়ন করতে চাই। যারা উন্নয়ন মডেল বোঝেন না তারাই বিচ্ছিন্নতাবাদী বলেন।" শুক্রবার ইকোপার্কে এমনটাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি তিনি৷
আরও পড়ুন: পছন্দ হল দলীয় অফিস, আগামী দিনে এই অফিসও থাকতে পারে, জল্পনা দলনেত্রীর কথায়তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সৌরভের বাড়ি যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, "আমাদের কাছে খবর নেই, উনি যদি যান ব্যক্তিগতভাবে যাবেন। সমাজের কী কী প্রয়োজন সেটা জানতেই উনি যাবেন, বিশিষ্টদের সঙ্গে কথা বলা দলের পরম্পরা।"
আরও পড়ুন: অসুস্থ তাই দলীয় বৈঠকে অনুপস্থিত অনুব্রত মণ্ডল
দলের কর্মীদের মনে এখনও ভয়ের পরিবেশ রয়েছে বলে মনে করছেন দিলীপ ঘোষ। "বিজেপি শেষ হয়েছে বলে যেটা প্রচার হচ্ছে সেটা ঠিক নয়, কর্মীরাও বুঝতে পারছেন।" মন্তব্য সহ সভাপতির৷
স্কুলে দীর্ঘ গরমের ছুটি নিয়েও সরকারকে একহাত নিয়েছেন দিলীপ ঘোষ। বলেন, ''এই সরকার যা করে সবই, উল্টো করে। সরকারের কোন ধৈর্য নেই। কে বলেছিল ছুটি দিতে। প্রাইভেট স্কুলগুলোতে ছুটি দিচ্ছে না। সমস্যা তো তাদের বেশি হওয়া দরকার। সাধারণ মানুষ চাইছে স্কুল খোলা থাকুক। ছাত্র শিক্ষকের সম্পর্ক, পরিবেশ নষ্ট হয়ে গেছে। স্কুলের শিক্ষক নেই, তাই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা এটা। এভাবে চলতে পারে না। শিক্ষা ব্যবস্থা উঠে যাবে। শিক্ষকদের রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে ভোট প্রচারেও। উনি শিক্ষাব্যবস্থা চালাতে পারছেন না। যারা চালাচ্ছে উনি তাদের ও চালাতে দিচ্ছেন না। উনি চাইছেন বাংলার সবাই অশিক্ষিত হোন। যাঁদের সামর্থ্য আছে তাঁরা বেসরকারি স্কুলে ছেলেমেয়েদের পড়ান। "
Sanhyik Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP Dilip Ghosh, Eco Park