#কলকাতা: বিজেপি রাজ্য সরকার ভাঙার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার জবাবে বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, সরকার ভাঙার ইচ্ছে বিজেপি-র নেই৷ মমতার বিরুদ্ধে রায় দিয়েছে বাংলার মানুষ৷
সোমবার বিজেপি-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, 'লোকসভা আর বিধানসভা ভোট এক নয়৷ ২ বছর পরেই হবে বিধানসভা ভোট৷ ২৭ হাজার কোটি টাকা ভোটে ঢেলেছে বিজেপি৷ প্রতি কেন্দ্র ৪৫ কোটি টাকা করে খরচ করেছে৷ এই টাকার উত্স কী?'
মমতার আক্রমণের পরেই বিজেপি নেতা মুকুল রায় বলেন, 'মমতা মিথ্যে আতঙ্কে ভুগছেন৷ বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে মমতা৷ মানুষের রায় মানা উচিত৷'