#কলকাতা: ২৯৪টির মধ্যে অধিকাংশ আসনেরই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি৷ তার মধ্যে মাত্র ৬ জন মুসলিম৷ বিজেপি-র প্রার্থী তালিকা বলছে, সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি কেন্দ্র ছাড়া আর কোথাওই সেভাবে মুসলিম সম্প্রদায়ের কাউকে সেভাবে প্রার্থী করেনি গেরুয়া শিবির৷
বিজেপি-র তালিকা অনুযায়ী, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর- এই দুই জেলা থেকেই ৬ জন সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছে৷ তার মধ্যে অন্যতম মাফুজা খাতুন৷ লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে ভাল লড়াই দেওয়া মাফুজাকে এবার সাগরদিঘি কেন্দ্র থেকে প্রার্থী করেছে দল৷ এর পাশাপাশি রঘুনাথগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে গোলাম মোর্দাশাকে৷ রুবিয়া খাতুনকে প্রার্থী করা হয়েছে ডোমকল থেকে৷ রানিনগর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে মাসুহারা খাতুনকে৷ ভগবানগোলা কেন্দ্রের বিজেপি প্রার্থী মেহবুব আলম৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে প্রার্থী করা হয়েছে গুলাম শারওয়ারকে৷
এ রাজ্যেও মূলত মেরুকরণের কৌশলেই বাজিমাত করতে চাইছে বিজেপি৷ বার বারই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলছেন বিজেপি শীর্ষ নেতারা৷ এই পরিস্থিতিতে রাজ্যে বিজেপি-র প্রার্থী তালিকায় খুব বেশি সংখ্যালঘু মুখ থাকবে, এমনটা আশা করা হয়নি৷ বাকি যেকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বাকি আছে, সেখানেও উল্লেখযোগ্য সংখ্যা সংখ্যালঘু প্রার্থী থাকবে, এমন সম্ভাবনা কার্যত নেই৷