#কলকাতা: রাজ্য রাজনীতি নিয়ে নজিরবিহীন মামলা। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিজেপির। রাজ্য বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলা করছে প্রশাসন। ৭ শীর্ষ নেতার বিরুদ্ধে ১৩৮টি ভুয়ো মামলা হয়েছে। বিরোধী মুখ বন্ধ করতেই এত সংখ্যক মামলা শেষ ২ বছরে, দাবি রাজ্যের বিজেপি নেতৃত্বের। তাই সব মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। নতুবা রাজ্যের তদন্ত সংস্থা ছাড়া দেশের যেকোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আবেদন।
জানা গিয়েছে, কৈলাশ বিজয়বর্গীর বিরুদ্ধে মামলার সংখ্যা সব থেকে কম। সেটি সংখ্যায় ৪। পাশাপাশি মুকুল রায়ের বিরুদ্ধে ১৯, দিলীপ ঘোষের বিরুদ্ধে ২৪, বাবুল সুপ্রিয়-র বিরুদ্ধে ৬টি, অর্জুন সিংয়ের বিরুদ্ধে সংখ্যাটা ৬৪, পবন সিংয়ের ক্ষেত্রে ৯ এবং সৌরভ সিংয়ের ক্ষেত্রে মামলার সংখ্যা ১২।
রাজ্যের বিভিন্ন থানায় মামলার পাহাড় বিজেপি'র এই ৭ নেতার বিরুদ্ধে। বিরোধী মতকে থামাতেই এমন মিথ্যা মামলা। এ দিন হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাজ্য বিজেপির কো-কনভেনর অরবিন্দ মেনন। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভোট পায় ১৮%। ১% শতাংশ ভোট ছিল আগে, ১৭ শতাংশ ভোট বাড়ে বিজেপির। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি ভোট প্রায় ৪০শতাংশ। বিরোধীদের দমাতেই এমন মামলা আবেদনে উল্লেখ অরবিন্দ মেননের।
অরবিন্দ মেননের আইনজীবী বিকাশ সিং বলেন, ''সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠতে পারে। আপাতত রাজ্যে চলা সব মামলায় স্থগিতাদেশ চাইব আমরা।"
ARNAB HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, Calcutta High Court