Home /News /kolkata /
Dilip Ghosh: বেপরোয়া দিলীপে ক্ষুব্ধ বিজেপি, কড়া চিঠি দিয়ে মুখে লাগাম পরালো কেন্দ্রীয় নেতৃত্ব

Dilip Ghosh: বেপরোয়া দিলীপে ক্ষুব্ধ বিজেপি, কড়া চিঠি দিয়ে মুখে লাগাম পরালো কেন্দ্রীয় নেতৃত্ব

দিলীপ ঘোষ৷

দিলীপ ঘোষ৷

দিলীপ ঘোষকে অতীতেও বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল, তাও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে৷

  • Share this:

#কলকাতা: দিলীপ ঘোষের মুখ কার্যত বন্ধ করে দিল বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব৷ দলের সর্বভারতীয় সহ সভাপতির নানা বিতর্কিত মন্তব্যে যে রাজ্য বিজেপি-র নেতাদের এবং কেন্দ্রীয় নেতৃত্বও অস্বস্তিতে পড়ছে, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে এই চিঠিতে৷

বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং-এর লেখা এই চিঠি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে৷ যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

দিলীপ ঘোষকে অতীতেও বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল, তাও এই চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ অরুণ সিং লিখেছেন, 'সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিন মাধ্যম এবং অন্যান্য ফোরামে করা বেশ িকছু সাক্ষাৎকারে আপনি প্রকাশ্যে রাজ্যে দলের সিনিয়র পদাধিকারীদের সমালোচনা করেছেন৷ এই ধরনের মন্তব্য শুধুমাত্র দলেরই ক্ষতি করে না, বরং আপনি অতীতে যে কঠিন পরিশ্রম করেছেন, সেগুলিকেও মূল্যহীন করে দেয়৷ পাশাপাশি সর্বভারতীয় সহ সভাপতির মতো পদে থেকে এই ধরনের মন্তব্য দলের মধ্যে সর্বস্তরে ক্ষোভের সঞ্চার করে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়৷ সংবাদমাধ্যমে আপনার এই ধরনের মন্তব্যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব গভীর ভাবে উদ্বিগ্ন৷'

আরও পড়ুন: 'নিজের লোক ছাড়া টেন্ডার দেয় না', জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি নিয়ে কড়া কথা মমতার

এর পরেই রীতিমতো কড়া ভাষায় দিলীপকে সতর্ক করে চিঠিতে লেখা হয়েছে, 'সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে আমি আপনাকে জানাচ্ছি, এই ধরনের মন্তব্যে দল গভীর ভাবে উদ্বিগ্ন এবং ব্যথিত৷ ভবিষ্যতে কোনও প্রকাশ্য মঞ্চে নিজের সহকর্মীদের উদ্দেশে এই ধরনের মন্তব্য করা থেকে আপনি বিরত থাকুন৷'

আরও পড়ুন: "দুর্নীতি বরদাস্ত করে না বিজেপি, ৮ বছরে তাই ব্যাপক পরিবর্তন ভারতে": প্রধানমন্ত্রী মোদি

যদিও দিলীপ ঘোষকে কেন্দ্রীয় নেতৃত্বের পাঠানো এই চিঠি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব৷ দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি জানান, এমন কোনও চিঠি পাননি৷ এর কিছুক্ষণ পর থেকেই মেদিনীপুরের সাংসদের ফোন বন্ধ ছিল৷ ফলে কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি পাওয়ার পরই দিলীপ নিজের ফোন বন্ধ করেছেন কি না, সেই প্রশ্ন উঠছে৷ বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও বিষয়টি জানেন না বলে এড়িয়ে গিয়েছেন৷

তবে দিলীপ ঘোষকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের চিঠি পাঠানোর ঘটনাকে খোঁচা দিয়েছে তৃণমূল৷ ট্যুইটারে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'আমরা আগেই বলেছিলাম বাংলার বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়বে৷ বিজেপি-র হাই কমিশন দিলীপ ঘোষকে সেন্সর করল৷ এর থেকেই স্পষ্ট, বিজেপি-র সংগঠন ঐক্যবদ্ধ নয়৷ '

Published by:Debamoy Ghosh
First published:

Tags: BJP, Dilip Ghosh

পরবর্তী খবর