#কলকাতা: হাতে থাকা দু'টি আসন তো বেরিয়ে গেলই৷ উল্টে উপনির্বাচনে রাজ্যে চারটির মধ্যে তিন কেন্দ্রেই জামানত বাজেয়াপ্ত হল বিজেপি প্রার্থীদের (West Bengal By Elections Results)৷ নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই বলছে, দিনহাটা, গোসাবা এবং খড়দহে জামানত বাঁচাতে ব্যর্থ বিজেপি প্রার্থীরা (BJP Candidates Lost Deposits in WB By Elections)৷
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের থেকে নোটায় পড়া ভোট বাদ দেওয়া হয়৷ তার পর যে সংখ্যক বৈধ ভোট পড়ে থাকে, জামানত বাঁচাতে মোট প্রদত্ত ভোটের ছ' ভাগের এক ভাগ ভোট পেতে হয় প্রার্থীকে৷ কিন্তু দিনহাটা, গোসাবা এবং খড়দহে বিজেপি প্রার্থীরা সেই শর্ত পূরণ করতে ব্যর্থ৷ তিন কেন্দ্রেই বিজেপি-র পরে শেষ করেছে বাম প্রার্থীরা৷ স্বভাবতই জামানত খুইয়েছেন তাঁরাও৷
দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ পেয়েছেন ১,৮৯,৫৭৫টি ভোট৷ সেখানে বিজেপি ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী পেয়েছেন যথাক্রমে ২৫,৪৮৬ ও ৬২৯০টি ভোট৷ তৃণমূলের জয়ের ব্যবধান ১,৬৪,০৮৯টি ভোট (Dinhata By Election Results)৷
আরও পড়ুন: হিমাচলে মুখ পুড়ল বিজেপি-র, ধাক্কা কর্ণাটকেও! কংগ্রেসের জন্য আশার আলো
খড়দহের (Khardah By Election Results) তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছেন ১,১৪,০৮৬টি ভোট৷ বিজেপি প্রার্থী জয় সাহা পেয়েছেন ২০,২৫৪ ভোট৷ আর সিপিএমের প্রাপ্তি ১৬,১১০ ভোট৷
গোসাবাতেও তৃণমূলের জয়ের ১,৪৩,০৫১টি ভোট৷ গোসাবায় তৃণমূল প্রার্থী পেয়েছেন ১,৬১,৪৭৪টি ভোট৷ সেখানে বিজেপি প্রার্থী পেয়েছেন সাকুল্যে ১৮,৪২৩ ভোট৷ আরএসপি পেয়েছে ৩০৭৮টি ভোট (Gosaba By Election Results)৷
আরও পড়ুন: ৫৭-র জবাবে ১ লক্ষ ৬৩ হাজার! ইতিহাসে নাম লেখালেন দিনহাটার উদয়ন গুহ
একমাত্র শান্তিপুরেই বিরোধীদের কিছুটা মুখ রক্ষা হয়েছে৷ শান্তিপুরেও তৃণমূলের জয়র ব্যবধান প্রায় ৬৫ হাজার৷ শান্তিপুরে তৃণমূল পেয়েছে ১,১২,০৮৭টি ভোট৷ বিজেপি ও সিপিএম পেয়েছে যথাক্রমে ৪৭৪১২ ও ৩৯,৯৫৮ ভোট৷ চার কেন্দ্রের মধ্য দিনহাটা এবং শান্তিপুর বিজেপি-র দখলে ছিল৷
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অবশ্য অভিযোগ, রিগিং করেই চার কেন্দ্রে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল৷ পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, 'সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হয়েই চার কেন্দ্রে এ ভাবে হেরে অসাধরণ রেকর্ড তৈরি করছেন৷ ২০২৪ সালে এ রাজ্য থেকে একজনও বিজেপি সাংসদ দিল্লিতে পৌঁছববেন না৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।