#কলকাতা: বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে চার্টার্ড বিমানে করে রাজধানী গিয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মুকুল রায়রা। আজ জে পি নাড্ডার বাসভবনে কোর গ্রুপের বৈঠকে তাঁদের সঙ্গেই বসছেন অমিত শাহ, শিবপ্রকাশরা। বিজেপির সদর দফতরে দুপুর এগারোটার এই বৈঠক থেকেই ঠিক হবে, কোন আসনে লড়তে পারেন কে। তারপর সেই তালিকা নিয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সন্ধ্যেয়, সেখানে থাকতে পারেন নরেন্দ্র মোদিও। সব ঠিক থাকলে, বিজেপি হয়তো প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে আজ সন্ধ্যেতেই। সেক্ষেত্রে মনোনীত প্রার্থীরা ৭ মার্চ থাকতে পারেন মোদির ব্রিগেডে।
গত ৭২ ঘণ্টা রাজ্য বিজেপির নেতারা দফায় দফায় বৈঠক করেছেন প্রার্থী তালিকা নিয়ে। জেলা থেকে এসেছে নানা নাম। এক একটি কেন্দ্রে তিনটি থেকে পাঁচটি নামও এসেছে। সেখান থেকে একজনকে বাছাই করার চূড়ান্ত কাজটি আজ করবেন অমিত শাহ। সেই উপলক্ষ্যেই অরবিন্দ মেনন, রাজীব বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, দিলীপ ঘোষ, মুকুল রায়দের তড়িঘড়ি চার্টার্ড বিমানে উড়ে যাওয়া। এদিন কথা হতে চলেছে প্রথম দুই দফার ৬০ টি আসনের ৩০০ জন প্রার্থীর নাম নিয়ে।
বিজেপি সূত্রেই জানা যাচ্ছে, স্বচ্ছ ভাবমূর্তিতে জোর দিতে চান তাঁরা। এলাম, টিকিট নিলাম , এমনটা চলবে না। তবে তৃণমূল থেকে সদ্য দলে আসাদের অগ্রাধিকার দেওয়ার কথাও ভাবছে দল। সেক্ষেত্রে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, পাণ্ডবেশ্বরে জীতেন তিওয়ারি, ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় টিকিট পেলে অবাক হওয়ার কিছু থাকবে না। পাশাপাশি বিজেপি জোর দিচ্ছে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও। সে ক্ষেত্রে সদ্য দলে আসা শ্রাবন্তী-পায়েলরাও কি টিকিট পাবেন, জল্পনা থাকছে তাই নিয়েও। শোনা যাচ্ছে বিধানসভায় লড়তে পারেন দিলীপ ঘোষও। দৌঁড়ে রয়েছেন অঞ্জনা বসু, রিমঝিম মিত্র, অগ্নিমিত্রা পালরাও। শেষপর্যন্ত দল কি সিদ্ধান্ত নেবে তা বলা মুশকিলস, তবে এটুকু বলা যায়, আজই চূড়ান্ত হয়ে যাবে, নন্দীগ্রামে মমতা-শুভেন্দু দ্বৈরথ দেখা যাবে কিনা। সূত্রের খবর,দলই চায় শুভেন্দু নন্দীগ্রাম থেকে দাঁড়ান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP Candidate List, Narendra Modi, West Bengal Assembly Election 2021