#দিল্লি: পুরভোটে (West Bengal Municipal Elections 2022) কেন্দ্রীয় বাহিনী চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিজেপি৷ ইতিমধ্যেই বিজেপি-র(BJP in Supreme Court)জরুরি ভিত্তিতে আবেদনের শুনানিতে সাড়া দিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার ডিভিশন বেঞ্চ৷ আগামিকাল সকালেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে৷
বুধবারই কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না সেই সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন৷ সেই মতো রাজ্য নির্বাচন জানিয়ে দিয়েছে, রাজ্য পুলিশ দিয়েই পুরভোট হবে৷ কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা দায়েরের অনুমতি চায় বিজেপি৷
আরও পড়ুন: গাইলেন গান, আওড়ালেন হিন্দি সিনেমার ডায়লগ, বহরমপুরে ভোট প্রচারে 'সায়নী ম্যাজিক'
নিজেদের আবেদনে বিজেপি যুক্তি দিয়েছে, এর আগে কলকাতা পুরসভার ভোট এবং চারটি পুরনিগমের ভোটেও কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট৷ কিন্তু দুই নির্বাচনেই যেভাবে ছাপ্পা ভোট সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে, তাতে নির্বাচন কমিশন হাইকোর্টের আস্থার প্রতি সুবিচার করতে পারেনি বলেই আবেদনে যুক্তি দিয়েছে বিজেপি নেতৃত্ব৷
আরও পড়ুন: বাড়ল চার হাজার বাহিনী, কেন্দ্রীয় বাহিনী নয়, পুরভোটে রাজ্য পুলিশেই আস্থা কমিশনের
বুধবার কলকাতা হাইকোর্ট রায় ঘোষণার পরই সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করে বিজেপি৷ বুধবার রাতে নির্বাচন কমিশন রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর কথা চূড়ান্ত করার পরই এ দিন সকালে সুপ্রিম কোর্টে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়৷
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অবশ্য নির্দেশে স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করালে যদি কোনও অশান্তি হয়, তাহলে তার দায় বর্তাবে রাজ্য নির্বাচন কমিশনারের উপরে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।