#কলকাতা: রামনবমী অনুষ্ঠানের পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন ৷ কিন্তু এখনও রামনবমী উপলক্ষ্যে মিছিল ঘিরে অগ্নিগর্ভ বেশ কয়েকটি জায়গা ৷ এবার রামনবমীর পর হনুমান জয়ন্তী পালন করা হবে রাজ্যে ৷ তৃণমূল ও বিজেপি দুটি দলই হনুমান জয়ন্তী পালন করবে বলে জানা গিয়েছে ৷
৩১ মার্চ হনুমান জয়ন্তী ৷ সেই দিন রাস্তায় নেমে দিনভর নানান কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে হনুমান জয়ন্তী উদযাপন করা হবে ৷
গতবছর হনুমান জয়ন্তী পালনে উত্তপ্ত হয়ে উঠে সিউড়ি ৷ এবার কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে ৷ উত্তেজনা প্রবণ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে ৷ সংঘর্ষের পাশাপাশি অস্ত্র মিছিল ঘিরে শাসক এবং বিরোধী দলগুলির মধ্যে রাজনৈতিক তরজা এখন তুঙ্গে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Hanuman jayanti, TMC