• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি অনুব্রত মণ্ডল

অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি অনুব্রত মণ্ডল

file photo

file photo

 • Share this:
  #কলকাতা: অসুস্থ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ৷ বীরভূমের তৃণমূল জেলা সভাপতির স্বাস্থ্যের অবনতি ঘটায় তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়৷ তাঁর জন্য তৈরি হয়েছে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড ৷ হাসপাতাল সূত্রে খবর, হাইপার টেনশনে ভুগছেন তিনি ৷ ডায়াবেটিসেরও সমস্যা রয়েছে তাঁর ৷ আপাতত চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি৷
  First published: