Home /News /kolkata /
Binoy Mishra: বিনয় মিশ্রের মতোই দেশ ছাড়লেন তাঁর বাবা- মা! সিবিআই-এর নজর এড়িয়ে কোন দেশে আশ্রয়?

Binoy Mishra: বিনয় মিশ্রের মতোই দেশ ছাড়লেন তাঁর বাবা- মা! সিবিআই-এর নজর এড়িয়ে কোন দেশে আশ্রয়?

দেশ ছাড়লেন বিনয় মিশ্রের বাবা-মা৷

দেশ ছাড়লেন বিনয় মিশ্রের বাবা-মা৷

  • Last Updated :
  • Share this:

কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র আগেই দেশ ছেড়েছিলেন৷ এবার দেশ ছাড়লেন তাঁর বাবা এবং মা৷ সিবিআই সূত্রে খবর, গত মাসেই ভারত ছেড়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গ্রেনেডায় চলে গিয়েছেন তাঁরা৷ আপাতত সেখানেই এখন আশ্রয় নিয়েছেন দু' জনে৷

সিবিআই-এর তরফে চার বার নোটিস দেওয়া হলেও হাজিরা দেননি বিনয় মিশ্রের বাবা-মা৷ এর পরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে খোঁজ খবর শুরু হয়৷ তখনই জানা যায়, জুলাই মাসের মাঝামাঝি সময়ে দেশ ছেড়েছেন বিনয়ের বাবা-মা৷ ছেলের মতো তাঁরাও ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে পাকাপাকি ভাবে দেশ ছেড়েছেন কি না, সেই তথ্যও জানার চেষ্টা করছে সিবিআই৷

এই মুহূর্তে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে আশ্রয় নিয়েছেন বিনয় মিশ্র৷ অর্থের বিনিময়ে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন তিনি৷ ভানুয়াতু প্রশাসনের কাছ থেকে বিনয়ের পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে সিবিআই৷ ইতিমধ্যেই কয়লা এবং গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের যাবতীয় আবেদন খারিজ করে দিয়েছে সিবিআই-কে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ বিদেশে গা ঢাকা দিলেও হাইকোর্টের নির্দেশকে অস্ত্র করেই বিনয় মিশ্রকে আরও চাপে ফেলতে চাইছে সিবিআই৷

বিনয় মিশ্রকে না পেয়ে তাঁর ভাই বিকাশ মিশ্রকে জেরা করেছিল সিবিআই৷ তাঁর কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতেই বিনয়ের বাবা- মায়ের সঙ্গেও কথা বলতে চান সিবিআই আধিকারিকরা৷ কিন্তু সিবিআই চার বার নোটিস পাঠালেও বিনয় মিশ্রের বাবা এবং মা হাজিরা দেননি৷ সিবিআই সূত্রে খবর, কয়লা এবং গরু পাচার কাণ্ড থেকে পাওয়া টাকা সরিয়ে রাখতে বেশ কিছু সংস্থা খোলা হয়েছিল৷ সেরকমই একটি সংস্থার ডিরেক্টর ছিলেন বিনয়ের বাবা- মা৷

Sukanta Mukherjee

Published by:Debamoy Ghosh
First published: