#কলকাতা: নোট বাতিল নিয়ে বামেদের ডাকা বনধে মিলল না সারা । আলিমুদ্দিনের সব হিসেব উল্টে সচল গোটা রাজ্য। নবান্ন-সহ সরকারি অফিসগুলিতেও হাজিরা ছিল অন্যান্য দিনের মতোই। বনধ অস্ত্র ব্যর্থ হতে দেখে হতাশা চেপে রাখতে পারেননি বিমান বসু। মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যানের মন্তব্য, হাতে টাকা না পেলে বনধের মর্ম বুঝবে মানুষ। বামেদের ডাকা বারো ঘণ্টার বনধ। অথচ খোদ কলকাতাতেই খোলা দোকানপাট। চলছে যানবাহন। মিছিলে পথে নেমে সচল শহরের ছবি নিজেদের চোখে দেখে নিলেন বামনেতারা। আটচল্লিশ ঘণ্টা আগেই সোমবার বনধের ডাক দেয় আলিমুদ্দিন। কিন্তু, তাতে জনসাধারণের কোনও হেলদোল দেখা যায়নি। বনধ উপেক্ষা করেই এদিন পথে নামেন সাধারণ মানুষ। আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক ছিল পরিবহন ও অন্যান্য পরিষেবা। বনধের আক্ষেপ প্রতিবাদ মিছিলে মেটাতে চেয়েছিলেন বামনেতারা। কিন্তু, সেখানেও হাতে গোনা লোক। হাতে গরম ইস্যুতেও ব্যর্থতা দেখে হতাশা চেপে রাখতে পারেননি বামফ্রন্ট চেয়ারম্যান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Biman Basu, ETV News Bangls, Left Front, Left Front Strike