হোম /খবর /কলকাতা /
‘ফেরার’ গুরুং হঠা‌ৎ প্রকাশ্যে!‌ গোর্খা ভবনের সামনে দেখা গেল বিমল গুরুংকে

‘ফেরার’ গুরুং হঠা‌ৎ প্রকাশ্যে!‌ গোর্খা ভবনের সামনে দেখা গেল বিমল গুরুংকে

File Image

File Image

এখনও পর্যন্ত UAPA ‌সহ একাধিক দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে বিমল গুরুঙের বিরুদ্ধে।

  • Last Updated :
  • Share this:

#‌কলকাতা:‌ এ যেন রহস্য গল্পের প্লট। হঠাৎ করে এতদিন নিখোঁজ থাকার পর প্রকাশ্যে এলেন বিমল গুরুং। তিন বছর পর ফের প্রকাশ্যে দেখা গেল গোর্খা নেতাকে। এদিন তিনি গোর্খা ভবনের সামনে যান। কিন্তু গোর্খা ভবনের গেট খোলা হল না বিমল গুরঙের জন্য। বরং সেখানে গেটে দাঁড়িয়ে ঠায় আধঘণ্টা অপেক্ষা করলেন তিনি। পুলিশের নাকের ডগায় এবাবে ফেরার গুরুং কার্যত পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে অপেক্ষা করলেন, তারপর বেরিয়ে গেলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে ফেরার গুরুংকে ফের একবার দেখা গেল পুজোর মুখে।

এখনও পর্যন্ত UAPA ‌সহ একাধিক দেশদ্রোহিতার অভিযোগ রয়েছে বিমল গুরুঙের বিরুদ্ধে। আদালত হুলিয়া জারিও করেছে। তিন বছর ধরে গুরুঙের সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশের খাতায় তিনি ফেরার। তারপরেও সূত্রের খবর তিনি এদিন হোয়্যাটস গ্রুপ মারফত সাংবাদিক বৈঠক করার কথা জানিয়েছিলেন। সেটা হওয়ার কথা ছিল বিধাননগরের গোর্খা ভবনেই। কিন্তু শত ডাকাডাকিতেও গোর্খা ভবনের গেট না খোলায় এদিন ফিরে যেতে হয় গুরুংকে। ২০১৭ সালে দার্জিলিংয়ে তীব্র অশান্তির পিছনে মূল চক্রী হিসাবে গুরুঙের নাম বারবার উঠে এসেছে। পুলিশ কর্মী অমিতাভ মালিক খুনের মামলাও রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে। রয়েছে অসংখ্য দেশদ্রোহিতার মামলাও। সেই কারণেই এতদিন তিনি গ্রেফতারি এড়াতে প্রকাশ্যে আসেননি বলে মনে করা হচ্ছে। একাধিকবার তিনি ভিডিও মারফত বার্তা দিয়েছেন, কিন্তু কোনওদিনই প্রকাশ্যে আসেননি। পুলিশ এতদিন হন্যে হয়ে খুঁজছিল বিমল গুরুংকে।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Bimal gurung, Gorkha Bhaban