#কলকাতা: শহরে বেড়ে চলা দুর্ঘটনার নিয়ে উদ্বিগ্ন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। পথ দুর্ঘটনা কমাতে কড়া পদক্ষেপের নির্দেশ। পাশাপাশি, জয় রাইড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল কলকাতা পুলিশের ক্রাইম মিটিং। সেখানে শহরের সব থানার অফিসার ইনচার্জদের (OC) নিয়ে বৈঠক করেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাফিক ব্যবস্থা এবং পথ দুর্ঘটনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নগরপাল। প্রতিদিন কেন দুর্ঘটনা ঘটছে? পথ দুর্ঘটনায় কেন এত মানুষ প্রাণ হারাচ্ছেন? এ সব নিয়েই ক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে পথ দুর্ঘটনা কড়া হাতে দমন করার নির্দেশ দেন। রাত-বিরেতে বেপরোয়া বাইক বা গাড়ির বাড়াবাড়ি কমানোর বিষয়ে হুঁশিয়ারি দেন। সূত্রের খবর অনুজ শর্মা জানিয়েছেন, প্রয়োজনে অতিরিক্ত নজরদারি চালাতে হবে। যেভাবেই হোক মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোতে রাশ টানতে হবে। মদ খেয়ে গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাতে জে সব রাস্তায় বা ফাঁকা ব্রিজ বা রাস্তায় বা বাইক রেস বা স্টান্ট চলে, সেই সব স্থানে নাকা চেকিং বাড়াতে হবে।
বৈঠকে পুলিশ কমিশনার বলেন, দুর্ঘটনা হ্রাস করতে জন সচেতনতা বৃদ্ধি ওপর জোর দিতে হবে। বাড়াতে হবে জনসংযোগ। ট্রাফিক বিভাগকে জন সচেতনতার প্রচারের অনুষ্ঠান আরও বাড়াতে হবে। এছাড়া শহরে উৎসব এর মরসুমে মাদকের লেনদেন কমাতে নারকোটিক্সের গোয়েন্দাদের আরও সজাগ থাকতে হবে। CP বলেন, শহরে প্রতিটি এন্ট্রি এবং এক্সিট পয়েন্টে বাড়তি নজরদারি রাখতে হবে। পুলিশ সূত্রে খবর, ভোটের আগে শহরে যাতে কোনভাবেই আগ্নেয়াস্ত্রের রমরমা না হয়, সেদিকে কড়া নজরদারি চালাতে হবে। গভীর রাতে নানা ধরনের অসামাজিক কাজকর্ম হয়। ফলে রাতের নজরদারি বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে পুলিশের মোটরসাইকেল পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন কলকাতার নগরপাল।
ARPITA HAZRA