পুজোর কলকাতায় মৃত্যু মদ্যপ বাইক আরোহীর !

উৎসবের মধ্যেই আবার দুর্ঘটনার খবর শহর কলকাতায় ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা : উৎসবের মধ্যেই আবার দুর্ঘটনার খবর শহর কলকাতায় ৷ আর তার জন্য দায়ী সেই বেপরোয়া গতি ৷ মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে মৃত্যু হল এক তরুণের ৷  পুলিশ জানিয়েছে মৃতের বাড়ি বেহালায় ৷ মৃতের নাম অরিজিৎ রায় ৷ বন্ধু সৌম্য ঘোষকে নিয়ে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে ঠাকুরপুকুর থেকে বেহালার দিকে যাচ্ছিলেন অরিজিৎ ৷ তখন আচমকাই তাঁর সামনে চলে আসে একটি ট্রাক ৷ নিজের বাইকের গতিতে স্বভাবতই নিয়ন্ত্রণ রাখতে পারেননি অরিজিৎ ৷  সোজা গিয়ে ধাক্কা মারেন ট্রাকে ৷ অরিজিতের মাথায় হেলমেট থাকলেও বিশেষ লাভ হয়নি ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই অরিজিতকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা ৷  বন্ধু সৌম্যর মাথায় হেলমেট ছিল না ৷ তাঁর অবস্থাও এখন আশঙ্কাজনক ৷ সৌম্যকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷

    দুর্ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অরিজিৎ। আর তার জেরেই ভয়ঙ্কর পরিণতি। পুজোর আগেই লালবাজার থেকে জানানো হয়, হেলমেটহীন মোটরবাইক আরোহীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ । বাইকে দু’জনের বেশি লোক নেওয়া যাবে না ৷ নিয়ম ভাঙলে বাজেয়াপ্ত করা হবে গাড়ি, শাস্তি হবে নিয়ম ভঙ্গকারীর। কিন্তু বাইক আরোহীরা যে এখনও কোনও নিয়মেরই তোয়াক্কা করছে না, সেটা এই দুর্ঘটনাই আবার প্রমাণ করল ৷

    First published:

    Tags: Accident, Biker, Death, Durga Puja 2016, Kolkata, কলকাতা, বাইক দুর্ঘটনা