#কলকাতা: বউবাজার বির্পযয়ের এক বছর পরে শুরু হল টানেল বোরিং মেশিন চান্ডি'কে তুলে আনার প্রক্রিয়া। ২০১৯ সালের ৩১ আগস্ট ভেঙে পড়ে বউবাজারে একের পর এক বাড়ি। দূর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া লেন সহ বিভিন্ন বাড়িতে ফাটল ক্রমশ চওড়া হয়। তারপরে তাসের ঘরের মতো একের পর এক বাড়ি ভেঙে পড়ে। যার জেরে বউবাজারের দূর্গা পিতুরী লেনে আটকে যায় টিবিএম চান্ডি। অপর টানেল বোরিং মেশিন উর্বি যদিও মাটির নীচে কাজ শুরু করে দেয়। সে এখন ধীরে ধীরে এগোচ্ছে শিয়ালদহ স্টেশনের দিকে। শিয়ালদহ পৌছে গেলে ফের মুখ ঘুরিয়ে উর্বিকে নিয়ে আসা হবে চান্ডির পথে। তারপর তাকেও তুলে ফেলা হবে।
সেই টানেল বোরিং মেশিন তুলে ফেলার জন্য অবশেষে কাজ শুরু করল কে এম আর সি এল(KMRCL)। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অবধি মেট্রো প্রকল্প নির্মাণ কারী সংস্থা দূর্গা পিতুরী লেনে তৈরি করছে একটি বিশাল চৌবাচ্চা! যার মধ্যে থেকে তুলে আনা হবে চান্ডি'কে। সেই কাজ করার জন্য অস্ট্রিয়া থেকে নিয়ে আসা হয়েছে একটি বিশেষ মেশিন। সেই মেশিন পরিচিত ডাব্লু টি এফ (WTF) নামে। যা মাটির প্রায় ৪০ মিটার নীচে থেকে তুলে আনবে টানেল বোরিং মেশিনকে। যে জায়গায় এই কাজটি করা হবে সেখানে যে চৌবাচ্চা করা হবে তা প্রায় ৪০ মিটার লম্বা, ১০ মিটার চওড়া ও গভীরতা প্রায় ৩৫ মিটার। এই গভীর চৌবাচ্চা ঘিরে থাকবে মোট ১৩০টি পিলার। যে পিলার লোহা দিয়ে বানানো হচ্ছে। এক্ষেত্রে প্রতিটি পিলার একে অপরের সাথে এমনভাবে যুক্ত থাকবে যাতে চান্ডি'কে তুলে আনার সময়ে কোনও ভাবেই পাশের মাটির ধস না নামে। ফের ধস নামলে কাজের ক্ষতি হবে। এলাকায় আবার নতুন করে বির্পযয় নেমে আসতে পারে। ফলে অত্যন্ত সাবধানে সেই কাজ চলছে।
ইতিমধ্যেই বউবাজারের দূর্গা পিতুরী লেনে এসে গিয়েছে অস্ট্রিয়া থেকে ডাব্লু টি এফ মেশিন। চৌবাচ্চা বানানোর কাজ শুরু হয়ে গিয়েছে। একদিকে চলছে লোহার পিলার বানানোর কাজ। কে এম আর সি এলের চিফ ইঞ্জিনিয়ার সিভিল বিশ্বনাথ দেওয়ানজী জানিয়েছেন, "টিবিএম(TBM) তুলে ফেলার জন্যে যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেই কাজ শুরু করা হয়েছে। এই কাজ করতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে। তারপরে টিবিএম চান্ডিকে তুলে ফেলা যাবে।"
গত বছর ৩১ আগস্ট ভেঙে পড়ে বউবাজারের একের পর এক বাড়ি। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অবধি মেট্রো কাজ চলার সময়ে ধস নামে মাটির নিচে। যার জেরে মেট্রোর কাজ ব্যাহত হয়। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে সেই কাজ শুরু করা হয়েছে। তবে মাটির নীচে আটকে পড়া টিবিএম চান্ডি দিয়ে আর কাজ করা যাবে না। ফলে তাকে তুলে ফেলতেই হবে। অন্যদিকে এই গোটা প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে বউওবাজারে ফের শুরু হবে বাড়ি বানানোর কাজ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।