হোম /খবর /কলকাতা /
চা পর্যটন বিকাশে বড় সিদ্ধান্ত নবান্নের, এবার রাজ্যে তৈরি হবে "চা-মানচিত্র"

Tea Garden Mapping in Kolkata: চা পর্যটন বিকাশে বড় সিদ্ধান্ত নবান্নের, এবার রাজ্যে তৈরি হবে "চা-মানচিত্র"

নবান্ন, ফাইল ছবি

নবান্ন, ফাইল ছবি

Tea Garden Mapping in Kolkata: রাজ্য সরকার এই চা বাগানের জমি নিয়ে জেলা ভিত্তিক তথ্য ভাণ্ডার তৈরি করতে চায়। যা ন্যাশানাল রিসোর্স ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে অর্ন্তভুক্ত করা হবে।

  • Share this:

কলকাতা: চা পর্যটন বিকাশে রাজ্য সরকার এ বার চা বাগানের জিআইএস মানচিত্র তৈরিতে উদ্যোগী হল। উত্তরবঙ্গে জুড়ে সরকারি স্বীকৃত চা বাগানের পাশাপাশি গড়ে ওঠেছে অসংখ্য ছোট মাপের চা বাগান। যার কোনও সঠিক তথ্য নেই রাজ্যের হাতে।

রাজ্য সরকার এই চা বাগানের জমি নিয়ে জেলা ভিত্তিক তথ্য ভাণ্ডার তৈরি করতে চায়। যা ন্যাশানাল রিসোর্স ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে অর্ন্তভুক্ত করা হবে। রাজ্যের পরিকল্পনা পরিসংখ্যান দফতর থেকে জেলাশাসকদের কাছে চিঠি দিয়ে চা বাগানের কাজে ব্যবহৃত জমির প্লট ভিত্তিক তথ্য দ্রুত পাঠাতে বলা হয়েছে। নবান্ন কর্তাদের মতে, দার্জিলিঙ, কালিম্পং আলিপুরদুয়ার জুড়ে চা বাগানের জমির কোনও তথ্য ভান্ডার নেই।

আরও পড়ুন: 'বাবা মানসিক ভাবে অসুস্থ', 'নিখোঁজ' মুকুলকে ঘরে ফেরাতে চান পুত্র শুভ্রাংশু! বিস্ফোরক অভিযোগ

আরও পড়ুন: অবশেষে এল স্বস্তির বার্তা! বাংলার কোথায়, কতটা বৃষ্টির আশা? জানালো আবহাওয়া দফতর

এই জেলাগুলিতেই বড় চা বাগানের পাশাপাশি ছোট চা বাগান স্থানীয়ভাবে তৈরি হয়েছে। দু’টি ক্ষেত্রে জমির চারিত্রিক বৈশিষ্ঠ্য রয়েছে। বড় চা বাগানগুলি সরকারে কাছ থেকে লিজ নেওয় জমিতে রয়েছে। এই বড় চা বাগানগুলির অব্যবহৃত জমিতে ইতিমধ্যেই চা শ্রমিকদের আবসনের জন্য রাজ্য সরকার ‘চা সুন্দরী’ প্রকল্প গ্রহণ করেছে।

যদি সব চা বাগানে এই প্রকল্প এখনও কার্যকর করা যায়নি। ছোট চা বাগানের ক্ষেত্রে সেই সুযোগ নেই। স্থানীয় মানুষ নিজস্ব ছোট জমিতে বাগান তৈরি করেছে। এখন জেলা থেকে প্লট ভিত্তিক জমির চরিত্র গেলে তথ্য ভাণ্ডার তৈরির কাজটা সহজ হবে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে  গিয়ে চা বাগানগুলিকে নির্দিষ্ট ভাবে চিহ্নিতকরণের নির্দেশ দেন রাজ্য প্রশাসনকে। শুধু তাই নয় চা বাগান গুলি কি পর্যায়ে রয়েছে বিস্তারিত বিষয় নিয়ে রাজ্যের কাছে নির্দিষ্ট ডাটা ব্যাংক তৈরির প্রয়োজনীয়তা রয়েছে বলেও জেলা প্রশাসনকে বলেন মুখ্যমন্ত্রী।

তারপরেই গোটা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।এদিন নির্দেশিকার মাধ্যমে দ্রুত সেই জিআইএস ম্যাপিং এর নির্দেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এর মাধ্যমে রাজ্যের কাছে নির্দিষ্ট তথ্য তৈরি হয়ে যাবে চা বাগান সম্পর্কে।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Uddalak B
First published:

Tags: Tea Garden