হোম /খবর /কলকাতা /
পার্থ, ফিরহাদ, জ্যোতিপ্রিয়, শোভনদেব- নামী মুখদের দায়িত্বে বড় বদল!

পার্থ, ফিরহাদ, জ্যোতিপ্রিয়, শোভনদেব- নামী মুখদের দায়িত্বে বড় বদল! গুরুত্ব বাড়ল ব্রাত্য, অরূপের

গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দায়িত্বে বড় বদল৷

গুরুত্বপূর্ণ মন্ত্রীদের দায়িত্বে বড় বদল৷

পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ফিরহাদ হাকিমের হাত থেকে নিয়ে দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: দফতর বন্টনের ক্ষেত্রে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপাল জগদীপ ধনখড় মন্ত্রীদের দফতরের যে তালিকা ট্যুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দফতরে বড় রদবদল হয়েছে৷ তালিকা অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে স্কুল এবং উচ্চ শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রাত্য বসুকে৷ তবে শিল্প বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং পরিষদীয় দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে৷

এর পাশপাশি পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব ফিরহাদ হাকিমের হাত থেকে নিয়ে দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে৷ খাদ্য দফতরের দায়িত্ব জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে যাচ্ছে নতুন মুখ রথীন ঘোষের কাছে৷ শোভনদেব চট্টোপাধ্যায়ের জায়গায় বিদ্যুৎমন্ত্রী করা হয়েছে অরূপ বিশ্বাসকে৷ শোভনদেবকে দেওয়া হয়েছে কৃষিমন্ত্রীর দায়িত্ব৷ অর্থমন্ত্রী থাকছেন অমিত মিত্রই৷ সুব্রত মুখোপাধ্যায়কে পঞ্চায়েতমন্ত্রী হিসেবে দায়িত্বে রাখা হয়েছে৷

এ দিনই সকালে রাজ্য মন্ত্রিসভার মোট ৪৩জন সদস্য রাজভবনে শপথ নেন৷ এর পরেই নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক ডাকা হয়৷ মন্ত্রীদের দফতর বরাদ্দ করে তা অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে সরকারের তরফে পাঠানো হয়৷ এর কিছুক্ষণের মধ্যে রাজ্যপালই ট্যুইট করে মন্ত্রীদের দফতরের তালিকা সর্বসমক্ষে জানিয়ে দেন৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Partha Chatterjee