#কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর ৷ কর্মীদের ভাতা সংক্রান্ত একটি বড় ঘোষণা করল সরকার ৷ চাকরিতে যোগ দিলেই এবার থেকে সমস্ত ভাতা এবং সরকারি সুযোগ সুবিধা পাবেন গ্রুপ-সি কর্মীরা ৷ নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দফতর ৷
এতদিন পর্যন্ত গ্রুপ-সি পদে যোগ দেওয়ার পর প্রথম তিন বছর কোনও ভাতা পেতেন না সরকারি কর্মীরা ৷ এবার সেই নিয়ম পরিবর্তন করল রাজ্য সরকার ৷ চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই গ্রুপ-সি কর্মীদের ডিএ, এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স-সহ সমস্ত ধরনের ভাতা দেবে সরকার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Allowance, Group C employees, State Government Employees