#অরুণ ঘোষ, কাঁকিনাড়া: কয়েকদিন আগেই আত্মঘাতী হয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী পল্লবী দে৷ সেই ঘটনা দেখে মনে ভয় ধরেছিল বিদিশার মায়েরও৷ মেয়েকে বাড়ি ফিরে আসতে বলায় উল্টে মাকেই আশ্বস্ত করেছিল বিদিশা৷ মাকে সে বলেছিল, 'পল্লবী বোকা, তাই ও নিজের জীবন দিয়েছে৷ আমি তো বোকা নই৷'
বৃহস্পতিবার নাগেরবাজারের ভাড়া বাড়ি থেকে সেই বিদিশারই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ হাসিখুশি মেয়ে যে এমন কাণ্ড ঘটাবে, তা এখনও বিশ্বাস হচ্ছে না বিদিশার মা পম্পা দে মজুমদারের৷ কান্নায় ভেঙে পড়ে তাঁর প্রশ্ন, 'ও সবসময় ইতিবাচক থাকত৷ নেতিবাচক কোনও জিনিসকেও ইতিবাচক ভাবে নিত৷ তার পরেও কেন এমন করল?'
আরও পড়ুন: কেন বেছে নিলেন 'আত্মহত্যার' পথ? মডেল বিদিশার সুইসাইড নোটে ভয়ঙ্কর তথ্য
পম্পাদেবী আরও বলেন, 'পল্লবীর ঘটনার পর ওকে বলেছিলাম, তুইও বাইরে একা থাকিস, ভয় করে৷ বাড়িতে চলে আয়৷ তখন আমায় বলল, পল্লবী তো বোকা ছিল, আমি তো বোকা নই৷ চিন্তা করছ কেন?'
বিদিশা এমন চরম সিদ্ধান্ত কেন নিলেন, তা তাঁর পরিবারের কাছে স্পষ্ট নয়৷ তবে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যায়নি বিদিশা৷ মডেলিং এবং অভিনয়ে কেরিয়ার গড়তেই উত্তর চব্বিশ পরগণার কাঁকিনাড়ার বাড়ি ছেড়ে মাস দু'য়েক আগে নাগেরবাজারের ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছিলেন বিদিশা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।