#কলকাতা: লকডাউনের জেরে বিড়ি শিল্প বন্ধ। মুর্শিদাবাদের জঙ্গিপুরে প্রায় ছয় লক্ষ মানুষ বিড়ি শিল্পের উপর নির্ভরশীল। বিড়ি কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন বিড়ি কর্মীরা। নোটবন্দির জেরে এমনিতেই বিড়ি শিল্পে বড় ধ্বস নেমেছিল। সেই ধাক্কা সামলাতে সামলাতেই করোনার জেরে আবার লকডাউন হয়ে যাওয়ায় জন্য বিড়ি শিল্পের উপর নির্ভরশীল কর্মীরা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, দুগ্ধ শিল্পকে বাঁচানোর জন্য যেভাবে মিষ্টির দোকান খোলার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে বিড়ি শিল্পকেও খোলার ব্যবস্থা করুন। না হলে এই এলাকার লোকজন অনাহারে মারা যাবে। কেন্দ্রীয় সরকারের উচিত বিড়ি শিল্পীদের জন্য নির্দিষ্ট প্যাকেজ ঘোষণা করা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bidi worker, Lockdown