#কলকাতা: কী রেডি তো? ভাইফোঁয়া নেওয়ার জন্য ৷ আরে আরে ভাইদেরই বলছি আগে ৷ কারণ, শপিংয়ের ব্যাপারে ছেলেরা তো আজও বেশ পিছিয়ে ৷ তা নিজের জন্য কেনা হোক বা অপরের জন্য ৷ গোছানো ব্যাপারটা ছেলেদের যেন হিমোগ্লোবিনেই নেই ৷ ব্যতিক্রম আছে অবশ্য, তবে এই লেখাটা সর্বসাধারণের জন্যই !
দুগ্গাপুজো গেল, কালীপুজোও গেল ৷ এবার ভাইফোঁটা ৷ যা শেষ হলেই এবছরের মতো মেগা ইভেন্ট শেষ ! তা শেষপর্বে এসে ভাইফোঁটাটা জমজমাট হয়ে যাক ৷ খাওয়া-দাওয়া ব্যাপারটাকে একটু না হয় সরিয়ে রাখুন ৷ বলছি কী গিফটটা কিনে নিন ৷ তা আগে নয়, শপিংয়ের ব্যাপারে ভাইদের একটু পথ দেখানো যাক !
দোকানে গিয়ে কনফিউজড না হয়ে, একটু ভেবে নিন আপনার বোন কী কী পছন্দ করেন ৷
বোনের পছন্দের সঙ্গেই খাপ মিলিয়ে কিনে ফেলুন ৷
উপহার কেনার সময় অবশ্যই বোনের বয়স, নিত্যদিনের অভ্যাসগুলোর সম্পর্কে সম্যক ধারণা করে নিন ৷
বোন যদি গান শুনতে ভালোবাসে, তাহলে এমপিথ্রি প্লেয়ার কিনে দিতে পারেন ৷ উপহার দিতে পারেন ব্লুটুথ স্পিকার৷
বোনকে দিতে পারেন সুন্দর সেলফি তোলার মতো ফোন ৷ সঙ্গে না হয় থাক সেলফি স্টিক ৷
পারফিউম, ব্যাগ, জাঙ্ক জুয়েলারি ৷ এর কোনও বিকল্প হতে পারে না ৷ দিতে পারেন হাল ফ্যাশানের শাড়িস কিংবা কুর্তা, পালাজো !
এবার আসি বোনদের কাছে ৷ ছেলেদের জন্য গিফট কেনা খুবই শক্ত ৷ তবুও একটু চিন্তা ভাবনা করে কিনলে, খুব একটা কঠিনও নয় ৷ ভাইকে দিতে পারেন শেভিং কিট, পারফিউম, শার্ট ৷ ভাই যদি স্কোমার হোক, তাহলে গিফট করুন অ্যাশট্রে ৷ উপহার দিতে পারেন হাফপ্যান্টও ৷ কারণ, এই জিনিসটা ভাইয়ের সবচেয়ে কাজে লাগবে !
চুটিয়ে করুন খাওয়া-দাওয়া ৷ এসব উপহার তো একেবারে পার্থিব ৷ ভাই-বোনের মধ্যে ভালোবাসাই হল আসল উপহার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhaiphonta, Gift, Kolkata