• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ চাওয়াতেই কি জীবনে সমস্যা বাড়ে বিতস্তার ?

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ চাওয়াতেই কি জীবনে সমস্যা বাড়ে বিতস্তার ?

প্রেমিকের সঙ্গে সম্পর্কটা একেবারেই ঠিকঠাক যাচ্ছিল না অভিনেত্রী বিতস্তা সাহার ৷

প্রেমিকের সঙ্গে সম্পর্কটা একেবারেই ঠিকঠাক যাচ্ছিল না অভিনেত্রী বিতস্তা সাহার ৷

প্রেমিকের সঙ্গে সম্পর্কটা একেবারেই ঠিকঠাক যাচ্ছিল না অভিনেত্রী বিতস্তা সাহার ৷

 • Share this:

  #কলকাতা: প্রেমিকের সঙ্গে সম্পর্কটা একেবারেই ঠিকঠাক যাচ্ছিল না অভিনেত্রী বিতস্তা সাহার ৷ যার জন্য নিজের বাড়ি ছেড়ে বিলাসবহুল একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেও খুব বেশি চিন্তা করেননি অভিনেত্রী ৷ অত্যন্ত বিশৃঙ্খল জীবনযাপন করতেই অভ্যস্ত বিতস্তা শেষপর্যন্ত আত্মহত্যার পথই বেছে নিয়েছেন ৷ কিন্তু তিনি অবসাদে কেন ভুগছিলেন ? ব্যক্তিগত জীবনে তাঁর কী সমস্যা ছিল ? তদন্তে নেমে বেশ কিছু তথ্য এখন হাতে এসেছে পুলিশের ৷

  প্রেমিক সৈকত মিত্র, যিনি একজন আয়কর বিভাগের অফিসার, তাঁর সঙ্গে আয়কর সংক্রান্ত খবরাখবর জানতেই প্রথম আলাপ হয় বিতস্তার ৷ তার সঙ্গে বন্ধুত্ব থেকে সম্পর্ক ক্রমেই অন্যদিকে বাড়তে থাকে অভিনেত্রীর ৷ কিন্তু সৈকত বিবাহিত হওয়ায় বিতস্তার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে অনেক টানাপোড়েন চলে ৷ বিতস্তার পরিবারও সৈকতের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেনি ৷ এমনকী, সৈকত বিবাহিত জানার পর তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদও চাইছিলেন বিতস্তা নিজেও ৷ তাতেই কি বিপত্তি ? সম্পর্কের বেড়াজাল থেকে নাকি বেরোতে চাইছিলেন অভিনেত্রী ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে সৈকতকে ব্লক করার পাশাপাশি সৈকতের সঙ্গে যোগাযোগও প্রায় বন্ধই করে দেয় বিতস্তা ৷ তাও সম্পর্ক চালিয়ে যেতে নানাভাবে চাপ দিতে থাকে সৈকত ৷ বিতস্তাকে বিয়ে করারও প্রস্তাব দেয় সে ৷ এই সব নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ভুগছিলেন বিতস্তা ৷ সেখান থেকে মুক্তি পেতেই কি আত্মঘাতী হলেন তিনি ? নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু ? অভিনেত্রীর রহস্যমৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে এখন অনেক তথ্যই হাতে আসছে পুলিশের ৷

  First published: